দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway Recruitment) গার্ডেনরিচ সেন্ট্রাল হসপিটালে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হতে চলেছে। গার্ডেনরিচ মেডিকেল ডিরেক্টর সেন্ট্রাল হাসপাতাল দক্ষিণ-পূর্ব রেলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গার্ডেনরিচ সেন্ট্রাল হসপিটালে জুনিয়ার আবাসিক (South Eastern Railway Recruitment) নিয়োগের জন্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে আবেদনের আহ্বান করা হচ্ছে । যোগ্য চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এবং নির্দিষ্ট নিয়োগ পদ্ধতি মেনে, এই পদগুলিতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। গার্ডেনরিচ সেন্ট্রাল হসপিটালে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি ও নোটিফিকেশন সেই সঙ্গে আবেদন পদ্ধতি দেখে নেওয়া যাক;
আরও পড়ুন, দক্ষিণ-পূর্ব ও রেলের হাসপাতালে ডাক্তার নিয়োগ
শূন্যপদ:
1) অর্থোপেডিক্স: 2টি।
2) রেডিওলজি: 1টি।
যোগ্যতা:
ভারতের যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস কোর্স করে থাকতে হবে এবং সেই সঙ্গে এক বছরের সম্পূর্ণ ইন্টার্ন কোর্স করতে হবে।
বয়স:
চাকরিপ্রার্থীদের বয়স ৩৬ বছরের বেশি হলে চলবে না।
বেতন:
Level 10 , Basic Pay + NPA+DA + 65% এর সঙ্গে বিনামূল্যে বাসস্থানের সুবিধা।
ইন্টারভিউর তারিখ:
ইন্টারভিউ এর জন্য আগামী ২৪/৯ /২০২৪ তারিখে সকাল ১০ঃ৩০ মিনিটে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ এর সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে?
ইন্টারভিউ এর সময় জন্ম তারিখ, বাবার নাম, ঠিকানা, যোগাযোগের মোবাইল নম্বর, সমস্ত মার্কশিট, মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর সহ উল্লেখ করা আবেদন পত্র এটেম্প সার্টিফিকেট সহ সংশায়িত প্রত্যয়িত কপি সহ উপস্থিত হতে হবে।
চাকরির সময়কাল:
ইন্টারভিউ এ সফল হলে যোগ্য চাকরিপ্রার্থীকে ৬ মাসের জন্য নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে আরো তিনটি মেয়াদের প্রতিটি মেয়াদ ছয় মাস করে বৃদ্ধি করা হবে।
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণরূপে নোটিফিকেশন যাচাই করে, আবেদনের যোগ্য হলে তবেই আবেদন করবেন!