অধ্যাপক নিয়োগের (Professor Recruitment) জন্য যারা অপেক্ষায় আছেন তাদের এর জন্য ভালো খবর! ছত্রিশগড় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ৫৯৫টি শূন্যপদে অধ্যাপক নিয়োগ হতে চলেছে।
ছত্রিশগড় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অধ্যাপক নিয়োগের (Professor Recruitment) জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি, নোটিফিকেশন অনুযায়ী এই শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন । আবেদনের জন্য সমস্ত বিষয় দেখে নেওয়া যাক;
পদের নাম: প্রফেসর (Professor)
শূন্যপদ: 595 টি ।
ফি: অনলাইনে কি জমা করতে হবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফি জমা করা যাবে।
জেনারেল ও অন্যান্যদের জন্য ৪০০ টাকা ফি জমা করতে হবে।
এসি এসটিদের জন্য ৩০০ টাকা ফি জমা করতে হবে।
আরও পড়ুন; 47 টি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি, দ্রুত আবেদন করুন!
বয়সসীমা: অধ্যাপক পদে নিয়োগের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ৩১ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা হতে হবে ৪৫ বছর।
সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
অধ্যাপক পদে নিয়োগের (Professor Recruitment) জন্য অবশ্যই পিএইচডি (PhD) ডিগ্রি থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অধ্যাপক পদে নিয়োগের (Professor Recruitment) জন্য পূর্বে সমস্ত তারিখ বাতিল করা হয়েছে। নতুন করে আবেদনের জন্য তারিখ ঘোষণা করা হয়েছে।
নতুন তারিখ:
অনলাইন আবেদন শুরু হয়েছে 08.08.2024 এ।
অনলাইনে আবেদন এর সময়সীমা বাড়ানো হয়েছে আবেদন করা যাবে ও ফি জমা দেওয়া যাবে 06.09.2024
পুরানো তারিখ:
অনলাইন আবেদন শুরু হয়েছিল 13.09.2021 ,
অনলাইন আবেদনের শেষ তারিখ ও ফি জমা 12.10.2021
এই সমস্ত তারিখ গুলি বর্তমানে বাতিল করে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে আবেদনের জন্য।
গুরুত্বপূর্ণ লিংক:
Professor Recruitment online application
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।
1 thought on “595 অধ্যাপক নিয়োগের (Professor Recruitment) আবেদনের তারিখ বাড়লো!”