WB Primary Teacher Recruitment 2024: রাজ্যে আরও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। খুব দ্রুত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এর জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। কাদের জন্য শিক্ষক নিয়োগের দরজা খুলল? কিভাবে নিয়োগ হবে। বিস্তারিত দেখে নিন।
সূচিপত্র
কাদের জন্য এই চাকরি?
২০২২ সালে শুরু হয়েছিল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সেই নিয়োগ প্রক্রিয়ায় তৈরি হয়েছিল প্যানেল। সেই প্যানেলে যারা ওয়েটিং লিস্টে ছিলেন তাদের ভাগ্য খুলতে চলেছে।
নিয়োগ সংস্থা?
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ২০২২ সালের প্যানেল থেকে পাঁচ শতাংশ এডিশনাল লিস্ট তৈরি করেছে। যেখান থেকে আরও ৫৬ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে।
কিভাবে নিয়োগ হবে?
জানা যাচ্ছে যে 2022 সালের প্যানেল থেকে আরো ৫৬ জন শিক্ষক শিক্ষিকাকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হয়েছে । আগামী ২৭শে ডিসেম্বর ২০২৪ দুপুর বারোটায়।
অ্যাডিশনাল প্যানেল থেকে সাবজেক্ট ওয়াইজ ক্যাটাগরী ওয়াইজ ও একাডেমিক স্কোর সহ ৫৬ জনের নাম প্রকাশ করা হয়েছে।
কল্যাণী এইমস চাকরির সুযোগ আবেদন করুন তাড়াতাড়ি
কাউন্সিলিং কোথায় হবে?
কাউন্সিলিং হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের সদর দপ্তরে (WBBPE) । আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন DK/7/1 বিধান নগর সেক্টর ২ কলকাতা 700091.
কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে?
কাউন্সিলিং এর ডাকা চাকরিপ্রার্থীদের অরিজিনাল ও জেরক্স কপি নিয়ে উপস্থিত হতে হবে। যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হল
- প্রাইমারি টেট এর এডমিট কার্ড।
- টেট পাশের ডকুমেন্ট (ডাউনলোডেড)।
- বয়সে প্রমাণপত্র বা মাধ্যমিকের এডমিট কার্ড।
- মাধ্যমিক পাশের মার্কশীট ও সার্টিফিকেট।
- ডি এল এড পাসের সার্টিফিকেট।
- উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট ও সার্টিফিকেট
- গ্রাজুয়েশন পাশের সার্টিফিকেট।
- Sc/ st/ obca/ ওবিসি বি সার্টিফিকেট।
- PH সার্টিফিকেট।
- ভোটার কার্ড বা আধার কার্ড।
গুরুত্বপূর্ণ লিংক:
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
আমাদের whatsapp গ্রুপ | জয়েন করুন |
আমাদের টেলিগ্রাম গ্রুপ | জয়েন করুন |