Eastern Railway Recruitment: পশ্চিমবঙ্গের আসানসোল ডিভিশনাল রেলওয়ে হাসপাতালে চিকিৎসক নিয়োগ করতে চলেছে পূর্ব রেল। কিভাবে আবেদন করবেন? যোগ্যতা, ফি ,নিয়োগ পদ্ধতি সমস্ত কিছু ডিটেলসে দেখে নেওয়া যাক;
ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গের আসানসোল ডিভিশনাল রেলওয়ে হাসপাতালে চিকিৎসক নিয়োগ করবে । এর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে । আবেদনকারীরা তাদের নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।
পদের নাম: জেনারেল মেডিকেল অফিসার।
শূন্যপদ: 4 টি।
নিয়োগ কর্তা: Eastern Railway Recruitment Board
আই আর এইচ এস এর বর্তমান শূন্য পদ পূরণের জন্য সিএমপি জেনারেল মেডিকেল অফিসার নিয়োগ করা হবে, এক বছরের জন্য নিয়োগ করা হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক।
শিক্ষাগত যোগ্যতা: MBBS ডিগ্রি থাকতে হবে। অবশ্যই এক বছরের রোটেটিং ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে এবং বৈধ রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে।
বয়সসীমা: 02.09.24 অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছরের নিচে থাকতে হবে। তপশিলি জাতি ও উপজাতিরা বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড় পাবেন।
ইন্টারভিউ এর তারিখ ও স্থান: আসানসোলে 04.09.24 তারিখে সিএমএস/ পূর্ব রেলওয়ে/ আসানসোল এর চেম্বারে।
রিপোর্ট করার সময়: সকাল দশটা। যদি কোন কারনে ইন্টারভিউ বন্ধ হয়ে যায় তাহলে পরবর্তী কর্মদিবসে ওই ইন্টারভিউ পুনরায় হবে। ইন্টারভিউ এর সময় যাবতীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে।
বেতন: 75000 টাকা প্রতি মাস।
নোটিফিকেশন | Click here |
অফিসিয়াল ওয়েবসাইট | চেক করুন |
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।
2 thoughts on “Eastern Railway Recruitment: ডাক্তার নিয়োগ করছে পূর্ব রেল!”