Top 10 Electric Scooter price in India: 32 হাজার টাকায় স্কুটি কিনুন!

Electric Scooter Price in India: বর্তমানে পেট্রোল ডিজেল এর মুল্য আকাশ ছোঁয়া হওয়ার কারনে গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। তাই বেশিরভাগ মানুষ ইলেকট্রিক বাইক ও স্কুটারের (Electric Scooter) দিকে ঝোঁক বাড়ছে। ইলেকট্রিক স্কুটার (Electric Scooter) কেনার প্রাথমিক ব্যয় বেশি হলেও পরবর্তীতে খরচ কম। আজ আমরা ভারতের বহুল ব্যবহৃত দশটি ইলেকট্রিক স্কুটারের দাম সম্পর্কে জেনে নেব।

যারা ভাবছেন ইলেকট্রিক স্কুটার কিনবেন ,তারা অবশ্যই এই প্রতিবেদন টা ভালো করে দেখে যান। কারন ইলেকট্রিক স্কুটার গুলি কম দুরত্বের যাওয়া আসা ও বিশেষ করে মহিলাদের খুব প্রিয় হয়ে থাকে । দেখে নিন OLA, TVS, Bajaj, Hero Electric, Nexus, Avon, Komaco প্রভৃতি কোম্পানির দশটি গুরুত্বপূর্ণ ইলেকট্রিক স্কুটার।

  1. Avon E Scooter 504:

গতিবেগ: 24 km/ Hour

চলবে: 65 km/ charge, 7 থেকে 8 ঘন্টা চলবে।

দাম: 45000 টাকা।

EMI: 1285 টাকা।

  1. Yulu Wynn:

গতিবেগ: 25/h

চলবে: 68 ঘন্টা প্রতি চার্জে।

দাম: 55555 টাকা।

EMI: 1592 টাকা।

  1. Komaki XGT X One

গতিবেগ: 100- 120 km/ চার্জ। 4 থেকে 5 ঘন্টা।

দাম: 47400 থেকে 78920 টাকা।

EMI : 1362 টাকা।

  1. Benling Falcon

গতিবেগ: 25 km/h, 70 থেকে 75 কিমি। 4 ঘন্টা চলবে।

দাম: 69540 টাকা।

EMI: 2009 টাকা।

  1. Ampere Magnus EX

গতিবেগ: 93 km/h, 121 km/ চার্জ, 6 থেকে 7 ঘন্টা চলবে।

দাম: 94900 টাকা।

EMI: 2760 টাকা।

  1. Hero Electric Optima

গতিবেগ: 48 km/h , 89 km/ চার্জ, চলবে 4.5 ঘন্টা।

দাম: 83300 থেকে 1.24 Lakh.

EMI: 2419 টাকা।

  1. TVS iQube

গতিবেগ: 78 km/ h, 75 থেকে 100 km/ চার্জ।

দাম: 97299 থেকে 1.20 Lakh,

EMI: 4483 টাকা।

  1. Ola S1 Air

গতিবেগ: 90 km/ h, 151 km / চার্জ, চলবে 5 ঘন্টা।

EMI: 2940 টাকা।

দাম: 1.01 Lakh

  1. Ola S1 Pro

গতিবেগ: 120 km / h, 195 km/চার্জ, চলবে 6.5 ঘন্টা।

দাম: 1.29 Lakh

EMI: 3727 টাকা।

  1. Bajaj Chetak

গতিবেগ: 73 km/h, 136 km / চার্জ, চলবে 5.3 ঘন্টা।

দাম: 99998 টাকা থেকে 1.56 Lakh

EMI: 4483 টাকা।

যারা ইলেকট্রিক স্কুটার কিনতে চান, তারা অবশ্যই শোরুম এ গিয়ে ভালো করে পরীক্ষা করে নিশ্চিত হয়ে তবেই কিনবেন।

ইলেকট্রিক স্কুটারের দাম জানতে click here এখানে।

FAQ

  1. ইলেকট্রিক স্কুটারের গতিবেগ কত হয়?

উ: সাধারণ 65 km/h থেকে 85 km/ h

  1. ইলেকট্রিক স্কুটারের নূন্যতম দাম কত?

উ: 32500 টাকা।

  1. কোন কোন ইলেকট্রিক স্কুটার বাজারে আসছে?

উ: Lectrix EV LXS G 3.0, Kinetic Green Electric Scooter and Gogoro 2 Series

  1. ইলেকট্রিক স্কুটারের লাইসেন্স লাগে?

উ: হ্যাঁ। স্কুটারের গতিবেগ 25 km/h এর বেশি হলে।

  1. ইলেকট্রিক স্কুটারের ইন্সুরেন্স লাগে?

উ: হ্যাঁ। অন্যান্য দু চাকার বাইকের মতো।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment