পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে (WB Health Recruitment) বিভিন্ন পদে কর্মী নিয়োগ!

পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (WB Health Recruitment) রামপুরহাট বিভিন্ন পদে কর্মী নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কিভাবে আবেদন করবেন দেখুন।

পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (WB Health Recruitment) আটটি গুরুত্বপূর্ণ অফিসার পদে নিয়োগ করবে, আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, অনলাইন আবেদন, ফি, নোটিফিকেশন, সমস্ত বিষয়ে ডিটেইলস দেখে নেওয়া যাক;

আরো পড়ুন, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের অন্ডালে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

  1. শূন্য পদ ও বিস্তারিত তথ্য:

পদের নাম: জেনারেল ডিউটি মেডিকেল অফিসার (GDMO)

শূন্যপদ: 3 টি ।

বেতন: 60000 টাকা প্রতি মাস।

বয়সসীমা: নূন্যতম 21 বছর ও সর্বোচ্চ 67 বছর।

যোগ্যতা: MBBS from MCI , একবছর internship

  1. শূন্য পদ ও বিস্তারিত তথ্য:

পদের নাম: মেডিকেল অফিসার (Medical Officer)

শূন্যপদ: 3 টি।

বেতন: 60000 টাকা প্রতি মাস।

বয়সসীমা: নূন্যতম 21 বছর ও সর্বোচ্চ 67 বছর।

যোগ্যতা: MBBS from MCI , একবছর internship

  1. শূন্য পদ ও বিস্তারিত তথ্য:

পদের নাম: মেডিকেল অফিসার( AFHC)

শূন্যপদ: 1টি।

বেতন: 60000 টাকা প্রতি মাস।

বয়সসীমা: নূন্যতম 21 বছর ও সর্বোচ্চ 67 বছর।

যোগ্যতা: MBBS from MCI , একবছর internship

  1. শূন্য পদ ও বিস্তারিত তথ্য:

পদের নাম: মেডিকেল অফিসার (NTEP)

শূন্যপদ: 1 টি।

বেতন: 60000 টাকা প্রতি মাস।

বয়সসীমা: নূন্যতম 21 বছর ও সর্বোচ্চ 67 বছর।

যোগ্যতা: MBBS from MCI , একবছর internship

  1. শূন্য পদ ও বিস্তারিত তথ্য:

পদের নাম: স্পেশালিস্ট (মেডিসিন)

শূন্যপদ: 1টি।

বেতন: 3000 টাকা প্রতি দিন ।

বয়সসীমা: নূন্যতম 21 বছর ও সর্বোচ্চ 67 বছর।

যোগ্যতা: MBBS from MCI ,

  1. শূন্য পদ ও বিস্তারিত তথ্য:

পদের নাম: স্পেশালিস্ট (Paediatirics)

শূন্যপদ: 01 টি ।

বেতন: 3000 টাকা প্রতি দিন।

বয়সসীমা: নূন্যতম 21 বছর ও সর্বোচ্চ 67 বছর।

যোগ্যতা: MBBS from MCI ,

শূন্য পদ ও বিস্তারিত তথ্য:

পদের নাম: স্পেশালিস্ট (G & O)

শূন্যপদ: 1 টি ।

বেতন: 3000 টাকা প্রতি দিন।

বয়সসীমা: নূন্যতম 21 বছর ও সর্বোচ্চ 67 বছর।

যোগ্যতা: MBBS from MCI ,

শূন্য পদ ও বিস্তারিত তথ্য:

পদের নাম: স্পেশালিস্ট (Orthoalmologist )

শূন্যপদ: 1 টি।

বেতন: 3000 টাকা প্রতি দিন।

বয়সসীমা: নূন্যতম 21 বছর ও সর্বোচ্চ 67 বছর।

যোগ্যতা: MBBS from MCI ,

সাধারণ নিয়মাবলী:

  1. চাকরিপ্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গে বাসিন্দা হতে হবে।
  2. চাকরিপ্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে।
  3. নিয়োগ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাটের পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি অঞ্চলে।
  4. আবেদনপত্র কেবল অনলাইনেই নেওয়া হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

রেজিস্ট্রেশন শুরু হবে 04.09.24 থেকে চলবে 18.09.24 পর্যন্ত।

ফি জমা শুরু হবে 04.09.24 থেকে চলবে 18.09.24 পর্যন্ত।

ফর্ম অনলাইন জমা দেওয়ার শেষ তারিখ 21.09.24

গুরুত্বপূর্ণ লিংক:

WB Health Recruitment Notification

official website

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

1 thought on “পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে (WB Health Recruitment) বিভিন্ন পদে কর্মী নিয়োগ!”

Leave a Comment