ভারতের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (sbi Recruitment) স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (sbi Recruitment) স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা, অনলাইন আবেদন, ফি, শূন্যপদ অনুযায়ী নিয়োগ করতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা তাদের নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম:
এসবিআই স্পেশালিস্ট ক্যাডার অফিসার (SBI Specialist cadre officer)
শূন্যপদ: 58 টি।
বিজ্ঞপ্তি নম্বর: CRPD/SCO/2024-25/14
বয়স সীমা: 31.08.24 অনুযায়ী বয়স গুনতে হবে।
ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এর জন্য নূন্যতম বয়স 31 বছর হতে হবে।
ডেপুটি ভাইস প্রেসিডেন্টের সর্বোচ্চ বয়স সীমা 45 বছর হতে হবে।
Assistant ভাইস প্রেসিডেন্ট এর জন্য নূন্যতম বয়স হতে হবে 29 বছর।
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা 42 বছর হতে হবে।
সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য অন্যতম বয়স হতে হবে 27 বছর।
সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা হতে হবে 40 বছর।
সংরক্ষিত চাকরিপ্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে।
ফি: সম্পূর্ণ অনলাইনে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার জন্য ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা যাবে।
UR/EWS/OBC দের জন্য 750 টাকা জমা করতে হবে।
এসসি এসটি সংরক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য কোন ফি লাগবেনা।
শিক্ষাগত যোগ্যতা:
ডেপুটি ভাইস প্রেসিডেন্ট, assistant ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ পদগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন।
BE/B.Tech in কম্পিউটার সাইন্স/ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ অথবা সমতুল্য ডিগ্রি অথবাMCA/M.Tech/M.SC in
কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।
গুরুত্বপূর্ণ তারিখ:
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (sbi Recruitment) অনলাইন আবেদন করার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 03.09.24 থেকে।
অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ ও ফি পেমেন্ট করার শেষ দিন 24.09.2024
শূন্য পদের বিবরণ:
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র স্পেশাল এক্সিকিউটিভ পদে সব মিলিয়ে মোট 58 টি শুন্য পদ রয়েছে।
গুরুত্বপূর্ণ লিংক: