যারা রেলের চাকরির (Railway Recruitment) জন্য দীর্ঘদিন অপেক্ষা করে বসে আছেন তাদের জন্য ভালো খবর। অবশেষে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নন টেকনিক্যাল পদে নিয়োগ করতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, নির্দিষ্ট শূন্যপদে আবেদন করতে পারবেন। শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, ফি ,পরীক্ষা পদ্ধতি সমস্ত কিছু দেখে নেওয়া যাক;
পদের নাম: রেলওয়ে নন টেকনিক্যাল পদ (Railway Non Technical)
রিক্রুটমেন্ট বোর্ড : ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Railway Recruitment Board)
শূন্য পদ: 11558 টি।
প্রধানত রেলওয়ে রিক্রুটমেন্ট (Railway Recruitment) বোর্ড এর মাধ্যমে দুটি লেভেলে নিয়োগ হবে। একটি হলো গ্রাজুয়েট লেভেল অন্যটি হলো আন্ডার গ্রাজুয়েট লেভেল।
গ্রাজুয়েট লেভেল: গুডস ট্রেন ম্যানেজার, ষ্টেশন ম্যানেজার, চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, জুনিয়র একাউন্টস কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট।
আন্ডার গ্রাজুয়েট লেভেল: অ্যাকাউন্টস ক্লাক কাম টাইপিস্ট, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লাক।
আরও পড়ুন; পূর্ব রেলের হাসপাতালে ডাক্তার নিয়োগ করছে রেল
ফি: জেনারেল (UR) ওবিসি (OBC) ই ডব্লিউ এস (EWS) চাকরিপ্রার্থীদের জন্য ৫০০ টাকা ফি জমা করতে হবে।
Sc st, এক্স সার্ভিসমান, আর্থিকভাবে দুর্বল, পি ডব্লিউ ডি( PWD) মহিলা চাকরিপ্রার্থীদের জন্য ২৫০ টাকা ফি জমা করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
গ্রাজুয়েট লেভেলের জন্য আবেদন শুরু ১৪ই সেপ্টেম্বর।
গ্রাজুয়েট লেভেলের জন্য আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর।
আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য অনলাইন আবেদন শুরু হবে ২১ সেপ্টেম্বর থেকে।
আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর।
যোগ্যতা: গ্রাজুয়েট লেভেলের জন্য যেকোনো শাখার গ্র্যাজুয়েট হলে চলবে।
আন্ডার গ্রাজুয়েট লেভেলের জন্য উচ্চ মাধ্যমিক পাস হলে চলবে।
নির্বাচন পদ্ধতি : কম্পিউটার বেসড টেস্ট, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই নিয়োগপত্র দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: গ্যাজুয়েট লেভেল ও আন্ডার গ্রাজুয়েট লেভেল শুন্যপদগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দিয়ে দেওয়া হলো; Official website
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা আর আর বির (RRB) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন।
1 thought on “ভারতীয় রেলে নন টেকনিক্যাল (Railway Recruitment) পদে নিয়োগ হতে চলেছে!”