উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ রয়েছে দীর্ঘদিন আর তার জেরে মামলার পাহাড় জমছে হাইকোর্টে। শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের কাঙ্খিত ট্রান্সফার পাওয়ার জন্য হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। হাইকোর্টে বারবার ট্রান্সফারের অর্ডার দেওয়া হচ্ছে। এতে বিপাকে পড়তে হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ (wbbse) , এসএসসি কে। এবার কলকাতা হাইকোর্ট চার সপ্তাহের মধ্যেই শিক্ষকের ট্রান্সফারের অর্ডার দেওয়ার নির্দেশ দিলো।
শিক্ষক শেখ তোফাজুল হক বনাম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ও অন্যান্যদের করা এক মামলায় মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে। সেখানে বলা হয়েছে উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ রয়েছে এই অজুহাতে শিক্ষকদের ট্রান্সফার আটকে রাখা যাবে না।
কোড নম্বর 18 তারিখ 23.08.24 ও কেস নম্বর WPA 21008 of 2024, এই মামলায় শিক্ষক তোফাজুল হক তিনি নিজের পছন্দের স্কুলে ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) যথাযথ নিয়ম মেনে। তিনি মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন। তার আবেদন প্রধান শিক্ষক মারফত ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল বা ডি আই এর কাছে ফরোয়ার্ড করা হয়। ডি আই ঐ শিক্ষকের সমস্ত নথি যাচাই করে মেডিকেল রাউন্ডের সমস্ত কাগজপত্র যাচাই করে আবেদন পত্রটি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের (wbcssc) কাছে পাঠায়।
আরও পড়ুন, উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকলেও অফলাইনে শিক্ষক শিক্ষিকাদের ট্রান্সফার
১৯ সেপ্টেম্বর ২০২২ শিক্ষক তোফাজুল হকের ট্রান্সফারের আবেদনটি স্কুল সার্ভিস কমিশনের কাছে পৌঁছায়। এরপর স্কুল সার্ভিস কমিশন (wbcssc) ওই শিক্ষকের ট্রান্সফারের আবেদন সঙ্গে সঙ্গে বাতিল করেন। কারণ হিসাবে বলা হয়েছে যেহেতু উৎসশ্রী পোর্টাল বন্ধ রয়েছে সেই জন্য এখন কোন রকম ট্রান্সফার প্রসেস করা হবে না। এরপর ঐ শিক্ষক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শিক্ষক তোফাজুল হকের আইনজীবী ছিলেন শুভ্র প্রকাশ লাহিড়ী ।
আদালত সমস্ত বিষয়টি ভালো করে দেখে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনকে (wbcssc) নির্দেশ দেন যে আগামী চার সপ্তাহের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে ওই শিক্ষককে তার পছন্দের স্কুলে ট্রান্সফার দিতে হবে।
মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য আরো জানান শিক্ষকদের ট্রান্সফার রিজেক্ট করে দেওয়ার কারণ হিসাবে কখনোই উৎসশী পোর্টাল (Utsashree Portal) বন্ধ অজুহাত টিকবে না। এখন দেখার বিষয় এই চার সপ্তাহের মধ্যে মাননীয় শিক্ষক তোফাজুল হক তার নির্দিষ্ট পছন্দের স্কুলে ট্রান্সফার পান কিনা।
উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ থাকার কারণে শিক্ষক শিক্ষাকর্মীদের ট্রান্সফার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। মিউচুয়াল ট্রান্সফার ও জেনারেল ট্রান্সফার সঠিকভাবে চলছে না। কেবলমাত্র কোর্ট কেসের মাধ্যমে এই ট্রান্সফার গুলো চলছে। দ্রুত উৎসশ্রী পোর্টাল বন্ধের নোটিশ তুলে নিয়ে শিক্ষক-শিক্ষাকর্মীদের ট্রান্সফারের ব্যবস্থা করা হোক। এমনই দাবি শিক্ষক মহলে । উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে বহু শিক্ষা কর্মীর আবেদন পত্র পড়ে রয়েছে এসএসসির কাছে। সেগুলি দ্রুত ছেড়ে দেওয়ার আবেদন করা হচ্ছে।
আগামী ডিসেম্বর মাসে উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধের সময়সীমা শেষ হচ্ছে। জানুয়ারি মাসে পোর্টাল খুলবে কিনা তা জানা যাবে শিক্ষা দপ্তরের নির্দেশিকার উপর। যেহেতু উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চলছে তাই এই পোর্টাল বন্ধ রয়েছে বলে জানানো হচ্ছে এসএসসির পক্ষ থেকে। উচ্চ প্রাথমিক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হলে আশা করা যায় পোর্টাল আগের মত খুলে দেওয়া হবে।
2 thoughts on “উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ থাকার অজুহাতে ট্রান্সফার আটকানো যাবে না! নির্দেশ কোটের!”