ভারতীয় রেল অ্যাপেন্টিস পদে নিয়োগ (RRC Apprentice Recruitment 2024) করতে চলেছে ।এর জন্য বিজ্ঞপ্তি জারি করেছে ।আগ্রহী চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন।
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, (RRC ApprenticeRecruitment2024 )পশ্চিম রেলওয়ে 5066 টি শূন্য পদে অ্যাপেন্টিস নিয়োগ করতে চলেছে বিভিন্ন বিভাগে। যারা রেলের অ্যাপেন্টিস পদে চাকরি করতে চান । নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন । অনলাইন আবেদন ,সিলেবাস ,আবেদন পদ্ধতি ,আবেদন ফি ,নোটিফিকেশন বিস্তারিত জেনে নেওয়া যাক।
চাকরির খবর: পূর্ব রেলে 3115 টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ এখনই আবেদন করুন
পদের নাম: রেল ওয়ে অ্যাপেন্টিস (Railway Apprentice)
শূন্য পদ: 5066 টি।
বয়সসীমা:
রেলওয়ে অ্যাপেন্টিস পদে নিয়োগের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে 15 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 24 বছর। তবে সংরক্ষিত চাকরিপ্রার্থীরা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
- চাকরিপ্রার্থীকে অবশ্যই মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে যেকোনো বোর্ড থেকে। সঙ্গে 50% শতাংশ নম্বর থাকতে হবে।
- ITI সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে NCVT বা SCVT থেকে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন ও ফি জমা শুরু হবে 23.09.2024 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ ও ফি জমা 22.10.3024
আবেদন ফি:
আবেদন ফি জমা দেওয়া যাবে অনলাইনে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে।
সমস্ত চাকরিপ্রার্থীদের 100 টাকা ফি জমা করতে হবে।
SC/ST/PWBD ও মহিলাদের জন্য কোন ফি জমা করতে হবে না।
শূন্যপদের বিবরণ:
পদের নাম | শূন্যপদ |
ফিটার | 1595 |
ওয়েলডার গ্যাস ও ইলেকট্রিক | 499 |
টার্নার | 59 |
মেকানিস্ট | 36 |
কার্পেন্টার | 241 |
পেইন্টার (জেনারেল) | 235 |
মেকানিক (ডিজেল) | 271 |
মেকানিক (মোটর ভেহিকেল) | 24 |
PASSA | 260 |
ইলেকট্রিশিয়ান | 901 |
মেকানিক ইলেকট্রিক্যাল পাওয়ার ড্রাইভ | 18 |
ইলেকট্রনিক্স মেকানিক | 189 |
ওয়্যারম্যান | 104 |
মেকানিক (রেফ্রিজারেশন ও এসি) | 209 |
পাইপ ফিটার | 189 |
Plumber | 126 |
ফরগার ও হিট থিয়েটার | 14 |
ড্রাকসম্যান সিভিল | 88 |
স্টেনোগ্রাফার ইংলিশ | 8 |
মোট | 5066 |
গুরুত্বপূর্ণ লিংক
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা পশ্চিম রেলের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।