ডুপ্লিকেট টেট সার্টিফিকেট (TET Certificate)সংগ্রহের নির্দেশ দিল এসএসসি

ডুপ্লিকেট টেঢ সার্টিফিকেট (TET Certificate) যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেননি তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন থেকে নোটিশ জারি করা হয়েছে। দ্রুত ডুপ্লিকেট সার্টিফিকেট সংগ্রহের কথা বলা হয়েছে। যারা আগে থেকে ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য আবেদন করে রেখেছেন । কিভাবে সংগ্রহ করবেন দেখে নিন।

যারা SLST 2011 সালের এসএসসি টিচার্স এলিজিবিলিটি টেস্ট( TET)পরীক্ষা দিয়েছিলেন এবং উত্তীর্ণ হয়েছিলেন সেই সঙ্গে টেট সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন এবং অনেকে সংগ্রহ করেননি তাছাড়া যারা অরিজিনাল টেট সার্টিফিকেট হারিয়ে ফেলেছেন। তাদের জন্য ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়ার নোটিফিকেশন করল ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন।

কবেও কোথায় ডুপ্লিকেট সার্টিফিকেট দেওয়া হবে?

ডুপ্লিকেট টেট সার্টিফিকেট দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসে আচার্য সদন 11 & 11/1 BLock – EE salt lake kolkata 700091.

ডুপ্লিকেট টেট সার্টিফিকেট দেওয়া হবে 24.09.24 থেকে 30.09.24 অফিস আওয়ারে। সকাল 11 টা থেকে 3 টা পর্যন্ত।

কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে?

  1. অরিজিনাল এডমিট কার্ড ( Original TET Admit Card)
  2. যদি অরিজিনাল এডমিট কার্ড হারিয়ে যায় তাহলে অবশ্যই সংশ্লিষ্ট থানা থেকে অরিজিনাল জেনারেল ডাইরি (GD) নিয়ে আসতে হবে।
  3. ফটো আইডেন্টিটি প্রুফ ( আধার কার্ড, ভোটার কার্ড)
  4. রিসিভ কপি আবেদন পত্র।

আবেদনকারী না যেতে পারলে কাউকে অথরাইজ করা যাবে?

ডুবলিকেটের সার্টিফিকেট সংগ্রহের জন্য যদি প্রকৃত আবেদনকারী যেতে না পারেন তাহলে তিনি অন্য কাউকে অথরাইজ করে পাঠাতে পারেন সার্টিফিকেট সংগ্রহের জন্য।

অথরাইজেশন লেটার নিয়ে যেতে হবে, সঙ্গে অথরাইজ করা হয়েছে তার সেই অবস্থা থাকবে।

টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য কত টাকা লাগবে?

ডুবলিকেট সার্টিফিকেট সংগ্রহের জন্য ১০০০ টাকা ক্যাশে জমা করতে হবে।

উল্লেখিত তারিখগুলোতে কেবলমাত্র ডুপ্লিকেটের সার্টিফিকেট দেয়া হবে।

WBCSSC TET Certificate collection notification pdf

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment