পূর্ব রেলে (Eastern Railway Apprentice Recruitment) 3115 টি অ্যাপেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। কিভাবে আবেদন করবেন দেখে নিন।
রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) পূর্ব রেল 3115 টি অ্যাক্ট অ্যাপেন্টিস নিয়োগের (Eastern Railway Apprentice Recruitment) জন্য অনলাইনে আবেদন করতে হবে । আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। এর জন্য শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, নোটিফিকেশন, আবেদন ফি, সমস্তটা দেখে নেওয়া যাক।
আরো পড়ুন, ভারতীয় রেলের নন টেকনিক্যাল পদে নিয়োগ চলছে, আবেদন করুন
আবেদন ফি:
পূর্ব রেলে অ্যাপেন্টিস নিয়োগের জন্য অনলাইনে ফি জমা করতে হবে। ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ফ্রি জমা দেওয়া যাবে।
জেনারেল/ ওবিসি জন্য আবেদন ফি ১০০ টাকা।
SC/ST/PWBD/Women এদের জন্য কোন ফি জমা করতে হবে না।
বয়সসীমা: 23.10.24 অনুযায়ী
নূন্যতম বয়স হতে 18 বছর।
সর্বোচ্চ বয়স 24 বছরের বেশি হলে চলবে না।
সংরক্ষিত চাকরি প্রার্থীরা বয়সের উর্ধ্বে সীমায় ছাড় পাবেন সরকারি নিয়মে।
শিক্ষাগত যোগ্যতা:
চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। সেই সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে ( NCVT/SCVT) থেকে।
গুরুত্বপূর্ণ তারিখ:
পূর্ব রেলে অ্যাপেন্টিস পদে নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 24.09.24 থেকে। সকাল 11 টা থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ 23.10.24
শূন্যপদের বিবরণ:
ডিভিশনের নাম | শূন্যপদ |
হাওড়া ডিভিশন | 659 |
লিলুয়া ডিভিশন | 612 |
শিয়ালদহ ডিভিশন | 440 |
কাঁচরাপাড়া ওয়ার্কশপ | 187 |
মালদা ডিভিশন | 138 |
আসানসোল ডিভিশন | 412 |
জামালপুর ওয়ার্কশপ | 667 |
গুরুত্বপূর্ণ লিংক:
3 thoughts on “পূর্ব রেলে (Eastern Railway Apprentice Recruitment) 3115 টি অ্যাপেন্টিস পদে নিয়োগ!”