কোন শিক্ষক একবার মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) পাওয়ার পর পাঁচ বছর সার্ভিস পূর্ণ হওয়ার আগেই তিনি আবার মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করতে পারবেন। এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন হাইকোর্টের মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা!
শিক্ষকদের অনলাইন মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) পোর্টাল উৎসশ্রী (Utsashree Portal) বর্তমানে যেকোনো ট্রান্সফার একবার পাওয়ার পর অন্য কোন ট্রান্সফার পেতে পাঁচ বছর অপেক্ষা করতে হয়। এমনকি মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) ক্ষেত্রেও কিন্তু এবার সেই বাধ্যবাধকতা উউতে চলেছে। বিশেষ করে মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) ক্ষেত্রে পাঁচ বছর সার্ভিস বাধ্যতামূলক নয় । বরং শিক্ষকের সার্ভিস কনফার্মেশনই যথেষ্ট অর্থাৎ দু বছর সার্ভিস সম্পন্ন করলেই তিনি দ্বিতীয়বার মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) জন্য আবেদন করতে পারবেন
তিনজন শিক্ষকের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের
ভবেশ গড়াই ও অন্যান্য বনাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ও অন্যান্যদের মধ্যে একটি মামলায় এমনই নির্দেশ দিয়েছেন মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা। সেই কেস নম্বরটি হল WPA 20115 of 2024 তারিখ 17.09.24 এই মামলার বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।
এই মামলার আইনজীবী হিসেবে ছিলেন শুভ্র প্রকাশ লাহিড়ী।
ভবেশ গড়াই ও মঙ্গল মুর্মু এই দুই শিক্ষক মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) আবেদন করেছিলেন । তাদের আবেদন ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমানের কাছে জমা পড়ে। কিন্তু ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান ওই আবেদনকারীদের মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) আবেদন এর গুরুত্ব বিচার না করে আবেদন অগ্রাহ্য করে। ফলস্বরূপ ওই শিক্ষকগণ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। ডিস্টিক প্রাইমারি স্কুল কাউন্সিল পশ্চিম বর্ধমান কলকাতা হাইকোর্টের সওয়াল করেন, যেহেতু ভবেশ গড়াই নামক ঐ শিক্ষক 2021 সালের একবার মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) নিয়েছেন তাই পাঁচ বছরের আগে তিনি আর মিউচুয়াল ট্রান্সফারের আবেদন করতে পারবেন না।
পাল্টা আবেদনকারীর আইনজীবী শুভ প্রকাশ লাহিড়ী যুক্তি দেখান যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে পাঁচ বছরের সার্ভিস বাধ্যতামূলক নয়। বরং দুই বছরের সার্ভিস কনফারমেশন লাগবে। এবং এক্ষেত্রে দুইজন শিক্ষকেরই দুই বছরের সার্ভিস কনফার্মেশন রয়েছে। বোর্ড শিক্ষকদের কনফারমেশন লেটারের জন্য জোর করতে পারেনা।
এরপর মাননীয়া বিচারপতি অমৃতা সিনহা তাদের আবেদনের সমস্ত আইনগত দিক বিচার করে জানান যে পাঁচ বছর সার্ভিসের আগে আবার মিউচুয়াল ট্রান্সফার এ আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনকারীদের সার্ভিস কনফার্মেশন লেটার আদালত না পেলেও জানান যে আগামী 90 দিনের মধ্যে এই দুই শিক্ষকের মিউচুয়াল ট্রান্সফার ট্রান্সফারের ক্ষেত্রে পদক্ষেপ করতে নির্দেশ দেন।