তিনজন শিক্ষক ও শিক্ষাকর্মীদের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার (Triangle Mutual Transfer) ! তাও কি সম্ভব? শিক্ষক ও শিক্ষাকর্মীদের দীর্ঘদিনের দাবি তিনজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার । তবে সেই দাবি পূরণ হল কোর্ট কেসের মাধ্যমে!
শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) আপাতত বন্ধ রয়েছে। তাই যা কিছু ট্রান্সফার প্রক্রিয়া চলছে সম্পূর্ণটাই অফলাইনে ও কোর্ট কেসের মাধ্যমে। এবারও কোর্ট কেসের মাধ্যমে তিন জনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফারের (Triangle Mutual Transfer) জয় এল। তিনজন শিক্ষক ও বা শিক্ষাকর্মীর মধ্যে মিউচুয়াল ট্রান্সফার সম্ভব এবং তা হাইকোর্টের নির্দেশে। এই কেসটিতে কি ঘটেছিল তা দেখে নেওয়া যাক;
শিক্ষার খবর: উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার অজুহাতে ট্রান্সফার আটকানো যাবে না
কলকাতা হাইকোর্টের কেস নম্বর WPA 21136 of 2024 অনুযায়ী তিনজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফারের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলার আইনজীবী হিসেবে ছিলেন সুদীপ্ত দাশগুপ্ত। অভিষেক চ্যাটার্জী ও অন্যান্য বনাম পশ্চিমবঙ্গ সরকার ও অন্যান্য মামলা অনুযায়ী তিনজন শিক্ষক যারা একসঙ্গে মিউচুয়াল ট্রান্সফারের (Triangle Mutual Transfer) আবেদন করেছিলেন এবং তাদের মিউচুয়াল ট্রান্সফারের আবেদন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর অধীনে ছিল।
আবেদনের গুরুত্ব না বুঝে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ড এই আবেদন দ্রুত খারিজ করে দেন। ফলে ওই তিনজন শিক্ষক তাদের ট্রান্সফারের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন । হাইকোর্ট আবেদনের গুরুত্ব বুঝে নব্বই দিনের মধ্যে যাতে তিনজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার হয় তার জন্য একটি নির্দেশ দেন।
কিন্তু তাতেও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কোন পদক্ষেপ করেননি। পরবর্তীকালে আবেদনকারীরা হাইকোর্টের দ্বারস্থ হলে, হাইকোর্ট আবারো একটি রিজনড অর্ডার জারি করে দ্রুত ট্রান্সফারের ব্যবস্থা করার জন্য নির্দেশ দেন।
মহামান্য হাইকোর্টের বক্তব্য যেহেতু এই তিনজন শিক্ষকের মধ্যে দুইজন শিক্ষক তাদের সার্ভিস পিরিয়ড দু’বছরের বেশি সম্পূর্ণ করে ফেলেছেন। তাই তাদেরকে জোর করা যাবে না তাদের কনফার্মেশন লেটার প্রডিউস করার জন্য। তবে বোর্ড ট্রান্সফার প্রক্রিয়া কনসিডার করার সময় সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে শূন্যপদ সম্পর্কে তথ্য নিতে পারবে এবং নির্দিষ্ট আইন অনুযায়ী এই আদেশ অবশ্যই কার্যকর করতে হবে।
এই অর্ডারটি থেকে একটা বিষয় পরিষ্কার যে তিন জন শিক্ষকের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার হতে কোন বাধা নেই। তবে যাতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন দ্রুত উৎসশ্রীর মাধ্যমে তিনজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার শুরু করেন তার জন্য আবেদন রইল। প্রাথমিকের সঙ্গে সঙ্গে সেকেন্ডারি শিক্ষকদেরও উৎসশ্রী পোর্টালে তিনজনের মধ্যে মিউচুয়াল ট্রান্সফার চালু করা উচিত । এখন দেখার বিষয় পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এ বিষয়ে কোন গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেন কিনা!
High Court Mutual transfer order copy
Mutual Transfer official website: Click here
2 thoughts on “তিনজন শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে মিউচুয়াল ট্রান্সফার: Triangle Mutual Transfer”