CSIR CMERI Recruitment শুরু হয়েছে । 74 টি শূন্য পদে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন।
CSIR সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI) বিভিন্ন শূন্য পদের (CSIR CMERI Recruitment) জন্য ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করতে চলেছে । আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন, শিক্ষাগত যোগ্যতা ,শূন্যপদ, নোটিফিকেশন, আবেদন ফি দেখে নেওয়া যাক;
কানাডা ব্যাংকে গ্রাজুয়েট অ্যাপেন্টিস নিয়োগ এখনই আবেদন করুন
পদের নাম : প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অ্যাসোসিয়েট ওয়ান প্রজেক্ট অ্যাসোসিয়েট ২।
মোট শূন্যপদ: 74 টি।
ইন্টারভিউ এর তারিখ:
ইন্টারভিউ শুরু হবে 30.09.2024 থেকে চলবে 01.10.2024 পর্যন্ত। বিভিন্ন বিষয়ের ইন্টারভিউ ডেট দেখার জন্য নোটিফিকেশনটি ভাল করে দেখে নিন।
শিক্ষাগত যোগ্যতা:
প্রজেক্ট সাইন্টিস্ট প্রজেক্ট জেআরএফ (JRF/ SRF/Pr.) প্রজেক্ট অ্যাসোসিয়েট সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট জুনিয়র জুনিয়র প্রজেক্ট ফেলো প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি /মাস্টার ডিগ্রী/ গ্রাজুয়েশন/ ডিপ্লোমা থাকতে হবে।
ইন্টারভিউ এর ঠিকানা:
CSIR Central Mechanical engineering Research Institute (CMERI)’ ( Council of Scientific and industrial Research), Mahatma Gandhi Avenue Durgapur pin 713209 West Bengal.
গুরুত্বপূর্ণ লিংক
আরো বিস্তারিত তথ্য পেতে গেলে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। লিংক দিয়ে দেব। চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিশিয়াল ওয়েবসাইট চেক করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।