ESIC Kolkata Recruitment 2024: ESIC কলকাতাতে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ, বেতন ১ লাখ ৪০ হাজার!

ESIC Kolkata Recruitment 2024 অর্থাৎ ভারত সরকারের শ্রম ও রোজগার মন্ত্রক, কর্মচারী রাজ্য বিমা নিগম থেকে সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করতে চলেছে। কিভাবে আবেদন করবেন দেখে নিন।

ESIC Kolkata Recruitment 2024 কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে সিনিয়র রেসিডেন্ট পদে 55 টি শূন্য পদে নিয়োগ করতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। অফলাইন আবেদন, শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, ইন্টারভিউ এর তারিখ নোটিফিকেশন বিস্তারিত দেখে নেওয়া যাক;

পদের নাম: সিনিয়র রেসিডেন্ট।

শূন্যপদ: 55 টি।

বেতন: 140139 টাকা।

বয়স সীমা:

সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের জন্য বয়স 45 বছরের বেশি হলে চলবে না।

শিক্ষাগত যোগ্যতা:

চাকরিপ্রার্থীদের অবশ্যই মেডিকেল পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে। (MD/MS/DNB)। তাছাড়া যে কোন
MCI/NMC রিকগনাইজড মেডিকেল ইনস্টিটিউশন থেকে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

ইন্টারভিউ এর তারিখ:

ইন্টারভিউ এর তারিখ 30.09.2024 ও 01.10.2024

সময়: সকাল 9.30 a.m থেকে 10.30 a.m

ঠিকানা: Academic Block 2nd Floor of ESI-PGIMSR & ESIC Medical College Joka
Diamond harbour Road Kolkata 700104.

আবেদন প্রক্রিয়া:

সিনিয়র রেসিডেন্ট পদে আবেদনের জন্য অফলাইনে ফরম ফিলাপ করতে হবে ফর্ম অবশ্যই দিয়ে দেওয়া হবে ডাউনলোড করে নেবেন।

শূন্য পদের বিবরণ:

পদের নাম শূন্য পদ
General Medicine6
OBGY2
Chest Medicine1
General Surgery1
Ophthalmology1
Otorhinolaryngology2
Physical medicine & Rehabilitation2
Radiology5
ICU/MICU/ICCU3
NICU/PICU2
Anesthesia5
Orthopaedic2
Anatomy3
physiology2
Bio Chemistry4
Comm. Med.1
Pharmacology4
Pathology2
Micro biology4
FMT3
ESIC Kolkata vacancy details

গুরুত্বপূর্ণ লিংক

official Notification

official website

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now