মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেডিকেল অফিসার (Medical Officer) পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী এই পদে আবেদন করতে পারবেন।
NDDTC নতুন দিল্লির এর গাইডলাইন অনুযায়ী মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেডিকেল অফিসার ( Medical Officer) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রধানত এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ হবে।
অফলাইন আবেদন, যোগ্যতা, শূন্যপদ ,নোটিফিকেশন, ইন্টারভিউ সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়া যাক।
ESIC কলকাতাতে ৫৫ টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে এখনই আবেদন করুন
পদের নাম: মেডিকেল অফিসার (Medical Officer)
শূন্য পদ: 1 টি।
বিজ্ঞপ্তি মেমো নম্বর: MSD-MCH/PR/2768/24 তারিখ 25.09.2024
শিক্ষাগত যোগ্যতা:
- যেকোনো MCI স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রী থাকতে হবে সেই সঙ্গে এক বছরের internship করে থাকতে হবে।
- পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। WBMC এর পার্মানেন্ট রেজিস্ট্রেশন থাকতে হবে।
- Psychiatry তে MD করে থাকতে হবে। DPM/ PG in Psychiatry.
বয়স সীমা: 01.07.2024 অনুযায়ী বয়স ৬২ বছরের বেশি হলে চলবে না।
বেতন: 60000 টাকা।
আবেদন পদ্ধতি:
আগ্রহী চাকরিপ্রার্থীদের অবশ্যই অফলাইনে আবেদন করতে হবে। আবেদনের ফরম এর লিংক নিচে দিয়ে দেওয়া হবে। চাকরিপ্রার্থীর পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস ,প্রফেশনাল ডিটেলস ও আবেদন পত্র নিয়ে ইন্টারভিউতে যেতে হবে।
ইন্টারভিউ তারিখ ও সময়: ইন্টারভিউ শুরু হবে 29.10.2024 তারিখ দুপুর ১ টায়।
ইন্টারভিউ এর ঠিকানা:
College Council Room, office of the principal, Murshidabad Medical college & Hospital , Berhampore, Murshidabad
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবে আবেদন করবেন।
Notification & Application Form