AIIMS Kalyani Recruitment 2024, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স কল্যাণী নন একাডেমিক পদে নিয়োগ করতে চলেছে । কিভাবে আবেদন করবেন দেখে নিন।
AIIMS Kalyani তে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন, শূন্যপদ, নিয়োগ পদ্ধতি, আবেদন ফি, নোটিফিকেশন গুরুত্বপূর্ণ তারিখ দেখে নেওয়া যাক।
আপার প্রাইমারি নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এসএসসির
পদের নাম: সিনিয়র রেসিডেন্ট (নন একাডেমিক) ও সিনিয়র ডেমোস্ট্রেটর
শূন্যপদ: 94 টি।
বয়স সীমা:
এইমসে সিনিয়র রেসিডেন্ট নন-টেকনিক্যাল পদে নিয়োগের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪৫ রাখা হয়েছে।
তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
আবেদন ফি:
সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগের জন্য জেনারেল ওবিসি ই ডব্লিউ এস চাকরিপ্রার্থীদের হাজার টাকা জমা করতে হবে।
এসসি এসটি চাকরিপ্রার্থীদের কোন আবেদন ফি জমা করতে হবে না।
আবেদন টি জমা করতে পারবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ও নেট ব্যাংকিং এর মাধ্যমে।
শিক্ষাগত যোগ্যতা:
সিনিয়র রেসিডেন্ট: চাকরিপ্রার্থীকে অবশ্যই মেডিকেলে পিজি ডিগ্রি করে থাকতে হবে। MD/MS/DM/MCh/DNB ইত্যাদি।
সিনিয়র ডেমোস্ট্রেটর: নির্দিষ্ট বিষয়ে এমএসসি এম বায়োটেক ডিগ্রী করে থাকতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদনের শেষ তারিখ ও আবেদনের ফি জমা দেওয়ার শেষ তারিখ 28.09.24
ইন্টারভিউ এর তারিখ: 07.10. 24 ও 08.10.24
গুরুত্বপূর্ণ লিংক:
Online application | Click here |
Official website | Click here |
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা এইমসের নির্দিষ্ট ওয়েবসাইট এ গিয়ে যাবতীয় তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।