Utsashree Teacher Transfer: ট্রান্সফারের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ম বাতিল।

Utsashree Teacher Transfer: শিক্ষক ও শিক্ষাকর্মীদের জেনারেল ও মিউচুয়াল অনলাইন ট্রান্সফার ( Utsashree Teacher Transfer) এর জন্য উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) দীর্ঘদিন বন্ধ রয়েছে। তাছাড়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া দ্রুত পূরণের উদ্দেশ্যে ডি আইকে ডেপুটেশন দিল একটি শিক্ষক সংগঠন।

শিক্ষক ও শিক্ষাকর্মীদের পেশাগত দাবী দাওয়া বদলি (Utsashree Teacher Transfer) পূরণের জন্য পূর্ব বর্ধমান জেলার ডিআইকে ডেপুটেশন দিল অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (APGTWA) । সংগঠনের সম্পাদক চন্দন গড়াই কুড়িটি দাবি নিয়ে ডিআই এর কাছে দরবার করেছেন, কি রয়েছে সে দাবিগুলিতে দেখে নেওয়া যাক;

  1. বিগত কয়েক বছরে শিক্ষক ও শিক্ষাকর্মীদের লেট এপ্রুভাল এর জন্য বহুদিনে বকেয়া টাকা পড়ে রয়েছে। বহুদিন ধরে DSE তে ফাইল আটকে রয়েছে। তাই দ্রুত এ বিষয়ে সমাধান করা প্রয়োজন।
  2. বিএড প্রশিক্ষণ জনিত কারণে বহু শিক্ষক শিক্ষিকার লস্ট ইনক্রিমেন্ট হয়ে রয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ করে ফাইলগুলোকে ছাড়তে হবে এবং দ্রুত এরিয়ার মেটাতে হবে।
  3. রোপা ২০১৯ এর অপশন কপি ও ফিক্সেশন কপি ডিআই এর উপযুক্ত কাউন্টার সাইন করে দ্রুত শিক্ষক ও শিক্ষাকর্মীদের দিতে হবে।
  4. রাজ্যের অনেকগুলি জেলাতে ইতিমধ্যেই ১২ মাসের স্যালারির ভিত্তিতে 26AS আপলোড করা হয়েছে এবং তার ভিত্তিতে ফর্ম 16 দেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানের সেগুলি দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে।
  5. নব নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের দ্রুত কনফার্মেশন করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদে যে সমস্ত কাগজপত্র আটকে রয়েছে সার্ভিস কনফার্মেশন এর জন্য সেগুলো দ্রুত ছাড়তে হবে।
  6. যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা অন্য জেলায় বদলি (Utsashree Teacher Transfer) হচ্ছেন । তাদের সার্ভিস বুকের কাউন্টার সাইন করে সঙ্গে সঙ্গে ফেরত দিতে হবে। এ বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের হয়রানি করা চলবে না।
  7. অনার্স টিচারদের পিজি কোর্সে ভর্তি বা পিজি পরীক্ষাতে বসার আবেদনগুলি দ্রুত মঞ্জুর করতে হবে।
  8. বিদ্যালয়ে পঠন-পাঠন বিষয়ে গাইডলাইন তৈরি করার জন্য শিক্ষা দপ্তরকে উদ্যোগী হতে হবে।
  9. উচস সি পোর্টালের জন্য লিখিত গাইডলাইন প্রকাশের আগে পর্যন্ত কোনো ট্রান্সফারের আবেদন প্রধান শিক্ষকের বা ডিআই এর কাছেই প্রসেসিং করা যাবে না।
  10. ক) উৎসশ্রী ট্রান্সফার পোর্টালে (Utsashree Teacher Transfer) নো অবজেকশন (NOC) প্রথা বিলোপ করতে হবে।

খ) ট্রান্সফারের (Utsashree Teacher Transfer) ক্ষেত্রে একটি বিদ্যালয়ে অন্তত ২৫ শতাংশ শিক্ষক-শিক্ষিকা, একজন গ্রুপ ডি স্টাফ, একজন লাইবেরিয়ানকে ট্রান্সফারের সুযোগ দিতে হবে।

গ) মাননীয় শিক্ষা মন্ত্রীর বক্তব্য ও দূরের শিক্ষকদের নিজের জেলায় বদলি এবং মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে মান্যতা দিয়ে সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে।

ঘ) একটি পর্যায়ে জেনাররল ট্রান্সফার সম্পূর্ণ হলে পরবর্তী পর্যায়ে ভ্যাকান্সি আপ টু ডেট করে পরবর্তী ট্রান্সফারের জন্য উদ্যোগ নিতে হবে। যাতে কোন স্কুলে শূন্য পদ পড়ে না থাকে।

  1. আগামী বছর আয়কর সংক্রান্ত সমস্যা বা জটিলতা না আসে তার জন্য আগে থেকেই মোকাবিলা করার পদক্ষেপ গ্রহণ করতে হবে।
  2. ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা পদ্ধতি ও উপযুক্ত সিলেবাস বিষয়ে দ্রুত ঘোষণার দাবি জানাই।
  3. মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষকদের দ্রুত ট্রান্সফারের প্রক্রিয়া সম্পন্ন করা ও পরবর্তী ট্রান্সফার এর প্রস্তুতির জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।
  4. মাদ্রাসার নরমাল সেকশনের পিজি টিচার দের vacancy যাতে pass এ কনভার্ট না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।
  5. উচ্চ মাধ্যমিক বিভাগে মাদ্রাসাতে এডুকেশন, সোসিওলজি, ফিলোসফি, এনথোপোলজি, পলিটিকাল সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স প্রভৃতি বিষয়গুলির অন্তর্ভুক্তি করতে হবে।
  6. সরকারি সাহায্যপ্রাপ্ত জুনিয়র হাই হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ও superintendent এবং ওয়াক ও ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক নিয়োগ করতে হবে এবং শূন্য পদ গুলি দ্রুত পূরণ করার ব্যবস্থা করতে হবে।
  7. জেনারেল ট্রান্সফার শুরুর আগে সমস্ত ভ্যাকান্সি পোস্ট আপডেট করতে হবে এবং আপডেটেড ভ্যাকান্সি পোস্ট কমিশনে পাঠাতে হবে।
  8. জুনিয়র হাই স্কুল গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে।
  9. স্টুডেন্ট টিচার রেশিও বিচার করে যে সমস্ত মাদ্রাসাগুলিতে ছাত্র সংখ্যা বেশি সেখানে অ্যাডিশনাল পোস্ট তৈরি করতে হবে।
  10. মাদ্রাসাতে ছাত্র ছুট কমাতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
  11. Utsashree Portal এ লগ ইন করার জন্য Click here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now