Bank Jobs: ব্যাঙ্কে 300 টি শূন্যপদে চাকরি, এখনই আবেদন করুন!

Bank Jobs: ইন্ডিয়ান ব্যাংকে (IB) Local Bank officer পদে 300 জনকে নিয়োগ করা হবে। Indian Bank থেকে শূন্যপদ পূরণের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত পদ্ধতিতে অনলাইন আবেদন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন।

পদের নাম : Local Bank officer

শূন্যপদ: 300 টি।

আবেদন ফি:

জেনারেল ও অন্যান্যদের 1000 টাকা।

SC/ST দের জন্য 175 টাকা।

পেমেন্ট মোড: Bank Jobs এর জন্য অনলাইনে ফি জমা করতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও নেট ব্যাংকিং এর মাধ্যমে।

বয়সসীমা: Bank Jobs এর জন্য বয়সহতে হবে। (01.07.2024 অনুযায়ী)

নূন্যতম বয়স: 20 বছর।

সর্বোচ্চ বয়স: 30 বছর।

নিয়ম অনুযায়ী অন্যান্যরা বয়সে ছাড় পাবেন।

বেতন: 48480 থেকে 85920 টাকা

যোগ্যতামান:
Bank Jobs পেতে হলে যে সমস্ত যোগ্যতামান থাকতে হবে। তা হল ;

  1. একজন ভারতীয় হতে হয়।
  2. যে কোনও শাখার গ্রাজুয়েট হতে হবে। বিস্তারিত যোগ্যতামান দেখতে নোটিফিকেশন দেখুন।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন ফি জমা: 13.08.24

আবেদনের শেষ তারিখ ও ফি জমা: 02.09.24

শূন্যপদের বিবরণ:

রাজ্যমোট শূন্যপদ
তামিলনাড়ু/ পদুচেরি160
কর্ণাটক35
অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা50
মহারাষ্ট্র40
গুজরাট15
Indian Bank Vacancy Details

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Official NotificationClick here
online applicationClick here
official websiteClick here

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা bank Jobs Indian Bank এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নোটিফিকেশন ভালো করে দেখে তারপর আবেদন করবেন। আরো তথ্য পেতে MS Bangla News

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment