Bank Jobs: ইন্ডিয়ান ব্যাংকে (IB) Local Bank officer পদে 300 জনকে নিয়োগ করা হবে। Indian Bank থেকে শূন্যপদ পূরণের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত পদ্ধতিতে অনলাইন আবেদন ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জেনে নিন।
পদের নাম : Local Bank officer
শূন্যপদ: 300 টি।
আবেদন ফি:
জেনারেল ও অন্যান্যদের 1000 টাকা।
SC/ST দের জন্য 175 টাকা।
পেমেন্ট মোড: Bank Jobs এর জন্য অনলাইনে ফি জমা করতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও নেট ব্যাংকিং এর মাধ্যমে।
বয়সসীমা: Bank Jobs এর জন্য বয়সহতে হবে। (01.07.2024 অনুযায়ী)
নূন্যতম বয়স: 20 বছর।
সর্বোচ্চ বয়স: 30 বছর।
নিয়ম অনুযায়ী অন্যান্যরা বয়সে ছাড় পাবেন।
বেতন: 48480 থেকে 85920 টাকা
যোগ্যতামান:
Bank Jobs পেতে হলে যে সমস্ত যোগ্যতামান থাকতে হবে। তা হল ;
- একজন ভারতীয় হতে হয়।
- যে কোনও শাখার গ্রাজুয়েট হতে হবে। বিস্তারিত যোগ্যতামান দেখতে নোটিফিকেশন দেখুন।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন ফি জমা: 13.08.24
আবেদনের শেষ তারিখ ও ফি জমা: 02.09.24
শূন্যপদের বিবরণ:
রাজ্য | মোট শূন্যপদ |
তামিলনাড়ু/ পদুচেরি | 160 |
কর্ণাটক | 35 |
অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা | 50 |
মহারাষ্ট্র | 40 |
গুজরাট | 15 |
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Notification | Click here |
online application | Click here |
official website | Click here |
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা bank Jobs Indian Bank এর অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নোটিফিকেশন ভালো করে দেখে তারপর আবেদন করবেন। আরো তথ্য পেতে MS Bangla News