Primary Teacher Recruitment 2022: আবার ও প্রাথমিক শিক্ষক নিয়োগ (Primary Teacher Recruitment 2022) হতে চলেছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য তৃতীয় পর্যায়ের কাউন্সিলিং শুরু হতে চলেছে।
তৃতীয় পর্যায়ের কাউনসিলিং এর দিনক্ষণ প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে। (Primary Teacher Recruitment 2022 অনুযায়ী)। যার মেমো নম্বর 1221 /WBPPE date ,14.08.24 .
কারা এই কাউন্সিলিং অংশগ্রহণ করতে পারবেন?
2022 সালের টেট উত্তীর্ণ যে সমস্ত চাকরিপ্রার্থী যারা ডিসট্রিক্ট ওয়াইজ প্যানেল এ ( medium wise & category wise) এ Enlisted হতে পারেননি।
তাদের স্টেট লেভেল কাউন্সেলিং হবে। এ নিয়ে সেই সমস্ত চাকরিপ্রার্থীদের নাম ও কাউন্সিলিং এর তারিখ ও সময় প্রকাশ করা হয়েছে।
3rd Counseling কোথায় হবে?
West Bengal Board of Primary Education, at Acharya Prafulla Chandra Bhawan DK-7/1, Bidhannagar Sector -II , Salt Lake kolkata 700091. এর অফিসে।
কাউন্সেলিং এর তারিখ:
21.08.24 থেকে 22.08.24 পর্যন্ত।
সময় : দুপুর 12 টা।
কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে?
- টেট ২০২২ এর এডমিট কার্ড।
- টেট কোয়ালিফাই ডাউনলোড ডকুমেন্ট।
- বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিক এডমিট কার্ড। অথবা বয়সের প্রমাণপত্রে যে কোন সার্টিফিকেট।
- মাধ্যমিক পাসের মার্কশিট ও সার্টিফিকেট।
- উচ্চ মাধ্যমিক পাসের মার্কশিট ও সার্টিফিকেট।
- দুই বছরের ডিএলএড বা ডি এড অথবা স্পেশাল এডুকেশনের সার্টিফিকেট।
- গ্রাজুয়েশনের মার্কসিট ও সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট। SC/ST/OBC-A/OBC-B ।
- শারীরিক অক্ষমতার সার্টিফিকেট (PH Certificate)
- ভোটার কার্ড বা আধার কার্ড।
উপরোক্ত সার্টিফিকেট গুলি অবশ্যই অরিজিনাল ও দু কপি করে জেরক্স সঙ্গে নিয়ে যাবেন।
চাকরিপ্রার্থীকে অনুরোধ করা হচ্ছে আপনাদের নির্দিষ্ট সময় ও তারিখ অনুযায়ী কাউন্সিলিং সেন্টারে প্রবেশ করে যাবেন।
যারা তৃতীয় পর্যায়ের কাউন্সিলিংয়ের জন্য নির্বাচিত হয়েছেন তাদের তালিকা পেতে ক্লিক করুন।
Official Notification | Click here |
Website | Click here |
Official website | click here |
3 thoughts on “Primary Teacher Recruitment 2022: প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি”