GRSE Recruitment: পশ্চিমবঙ্গের গার্ডেন রীচ শিপ বিল্ডার্স (GSSE Recruitment) এ 67 ম্যানেজার পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতামান অনুসারে ঐ পদ গুলির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা, অনলাইন আবেদন পদ্ধতি, ফি ,শূন্যপদ দেখে নেওয়া যাক।
Garden Reach Shipbuilders & Engineering Limited (GRSE Recruitment) এ শূন্যপদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। উচ্চ বেতনে নিয়োগ করা হবে।
পদের নাম: জেনারেল ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার।
শূন্যপদ: 67 টি।
আবেদন ফি:
UR/OBC : 590 টাকা।
SC/ST/ PWD : কোনও ফি লাগবে না।
পেমেন্ট মোড: অনলাইন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং।
নিয়োগ পদ্ধতি:
জেনারেল ম্যানেজার পদ বাদ দিয়ে বাকি শূন্যপদ গুলিতে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে।
জেনারেল ম্যানেজার নিয়োগ পদ্ধতি:
- কোলকাতা ও রাঁচিতে সেপ্টেম্বর 2024 এর দিকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- লিখিত পরীক্ষার জন্য কোন পরিবহণ খরচ GRSE বহন করবে না।
- লিখিত পরীক্ষা হবে 90 মিনিটের।
4.প্রশ্নপত্র হবে ইংরাজী ও হিন্দিতে।
- প্রশ্ন হবে MCQ টাইপের।
- লিখিত পরীক্ষার প্যাটার্ন কেমন থাকবে দেখে নিন।
শূন্যপদের বিবরণ;
পদের নাম | শূন্যপদ | বয়সসীমা | যোগ্যতা |
General Manager | 2 | 52 | Engineer |
Additional General Manager | 1 | 50 | MBA/PG/PG diploma |
Deputy Manager | 3 | 48 | Engineer |
Manager | 8 | 42 | CA/CMA |
Deputy Manager | 4 | 35 | LLB |
assistant manager | 28 | 28 | Engineer |
Junior Manager | 8 | 32 | Diploma/any degree |
Senior Mamager | 13 | 45 | Engineer |
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন রেজিস্ট্রেশন | 02.08.24 |
রেজিস্ট্রেশনের শেষ তারিখ | 22.08.24 |
ফি জমা দেওয়ার শেষ তারিখ | 22.08.24 |
আবেদনের হার্ডকপি জমা | 29.08.24 |
পরীক্ষার সম্ভাব্য দিন | পরে ঘোষনা হবে |
ইন্টারভিউ | পরে জানানো হবে। |
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Notification | Click here |
Online application | Click here |
official website | Click here |
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে যোগ্যতামান পরীক্ষা করে তারপরেই আবেদন করবেন।