Utsashree Portal: উৎসশ্রী পোর্টালে গুরুত্বপূর্ণ আপডেট!

Utsashree Portal: শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) চালু হয়েছে। কিন্তু প্রায় দীর্ঘ সময় ধরে এই উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ রয়েছে। ফলে শিক্ষক ও শিক্ষাকর্মীরা অনলাইনে কোনরকম ট্রান্সফার পাচ্ছেন না। ঠিক এই মুহূর্তে উৎসশ্রী পোর্টালে কতগুলো নতুন আপডেট এসেছে। তাতে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক।

উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal) মাধ্যমে শিক্ষক ও শিক্ষাকর্মীদের জেনারেল ট্রান্সফার (General Transfer) মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) অনলাইনে হয়ে থাকে । কিন্তু বর্তমানে এই পোর্টালে শিক্ষক ও শিক্ষাকর্মীদের তথ্যের গরমিল রয়েছে। যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের তথ্যে গরমিল আছে। সেই তথ্যগুলি অবিলম্বে সংশোধন করতে পারবেন।

উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) এ লগ ইন করলে আপনারা যে গুরুত্বপূর্ণ আপডেট গুলি দেখতে পাবেন। আপডেট গুলি দেখার জন্য উৎসশ্রী পোর্টালের লগইন অপশন এ যাবেন।

  1. সমস্ত head of the institution (HOI)/DDO/SI|DPSC দের অনুরোধ করা হচ্ছে, যে সমস্ত শিক্ষক ও শিক্ষা কর্মীদের উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) প্রোফাইল ও Sanction পোস্ট ডাটা আপডেট নেই তাদের আপডেট করার কথা বলা হচ্ছে।
  2. সমস্ত প্রধান শিক্ষক ও সাব ইন্সপেক্টর অফ স্কুল কে জানানো যাচ্ছে যে উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের ছবি আপলোড করতে হবে এবং সেই ছবিটি ৫০ কেবির কম হতে হবে। কিভাবে আপলোড করবেন তার গাইডলাইন উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal) ডাউনলোড অপশনে আছে। সেখানে গিয়ে আপনারা HOI লগইন করে গাইডলাইন ডাউনলোড করে নিয়ে ভালো করে দেখে তারপর আপলোড করবেন।
  3. যদি ব্যাংক ডিটেলসে কারো কোন ভুল থেকে থাকে । সেই ভুলগুলিও সংশোধন করা যাবে । তাছাড়া date of Birth (DOB) এবং date of retirement (DOR) আপডেট করা যাবে। উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) যে আপডেট হবে তা ২৪ ঘন্টার মধ্যে IOSMS পোর্টালে আপডেট হয়ে যাবে।

প্রসঙ্গত বলে রাখি, বিভিন্ন শিক্ষক ও শিক্ষাকর্মী রয়েছেন। যারা বিভিন্ন জেলা থেকে ট্রান্সফার হয়ে এসেছেন এবং তাদের উৎসশ্রী পোর্টালে (Utsashree Portal) তাদের তথ্য কিছু গরমিল রয়েছে ।সেগুলো সংশোধন করার জন্য এই নোটিফিকেশন দেওয়া হয়েছে।

তাহলে এরপর কি উৎসশ্রী পোর্টালে শিক্ষক-শিক্ষাকর্মীদের ট্রান্সফারের জন্য খুলে দেওয়া হবে?

যেহেতু দীর্ঘদিন ধরে শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ রয়েছে। তাই আশা করা হচ্ছে এই সংশোধন গুলি দ্রুত মিটে গেলে পোর্টাল খুলে যেতে পারে ট্রান্সফারের জন্য । তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি। উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) প্রাথমিক শিক্ষা পর্ষদ খুলতে চাইলেও এসএসসি বা শিক্ষা দপ্তর থেকে কোন সবুজ সংকেত এখনো আসেনি।

Utsashree Portal online link: Click Here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment