GRSE Recruitment: গার্ডেন রীচ শিপ বিল্ডার্সে 67 শূন্যপদে নিয়োগ।

GRSE Recruitment: পশ্চিমবঙ্গের গার্ডেন রীচ শিপ বিল্ডার্স (GSSE Recruitment) এ 67 ম্যানেজার পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতামান অনুসারে ঐ পদ গুলির জন্য আবেদন করতে পারবেন। যোগ্যতা, অনলাইন আবেদন পদ্ধতি, ফি ,শূন্যপদ দেখে নেওয়া যাক।

Garden Reach Shipbuilders & Engineering Limited (GRSE Recruitment) এ শূন্যপদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে। উচ্চ বেতনে নিয়োগ করা হবে।

পদের নাম: জেনারেল ম্যানেজার, অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার।

শূন্যপদ: 67 টি।

আবেদন ফি:

UR/OBC : 590 টাকা।

SC/ST/ PWD : কোনও ফি লাগবে না।

পেমেন্ট মোড: অনলাইন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং।

নিয়োগ পদ্ধতি:
জেনারেল ম্যানেজার পদ বাদ দিয়ে বাকি শূন্যপদ গুলিতে কেবলমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে।

জেনারেল ম্যানেজার নিয়োগ পদ্ধতি:

  1. কোলকাতা ও রাঁচিতে সেপ্টেম্বর 2024 এর দিকে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  2. লিখিত পরীক্ষার জন্য কোন পরিবহণ খরচ GRSE বহন করবে না।
  3. লিখিত পরীক্ষা হবে 90 মিনিটের।

4.প্রশ্নপত্র হবে ইংরাজী ও হিন্দিতে।

  1. প্রশ্ন হবে MCQ টাইপের।
  2. লিখিত পরীক্ষার প্যাটার্ন কেমন থাকবে দেখে নিন।

শূন্যপদের বিবরণ;

পদের নামশূন্যপদবয়সসীমাযোগ্যতা
General Manager252Engineer
Additional General Manager150MBA/PG/PG diploma
Deputy Manager348Engineer
Manager842CA/CMA
Deputy Manager435LLB
assistant manager2828Engineer
Junior Manager832Diploma/any degree
Senior Mamager1345Engineer
BRSE Vacancy Details

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন রেজিস্ট্রেশন02.08.24
রেজিস্ট্রেশনের শেষ তারিখ22.08.24
ফি জমা দেওয়ার শেষ তারিখ22.08.24
আবেদনের হার্ডকপি জমা29.08.24
পরীক্ষার সম্ভাব্য দিনপরে ঘোষনা হবে
ইন্টারভিউপরে জানানো হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

NotificationClick here
Online applicationClick here
official websiteClick here

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে যোগ্যতামান পরীক্ষা করে তারপরেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment