পূর্ব মধ্য রেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যোগ্যতায় চাকরির সুযোগ। (Eastern Central Railway Recruitment 2024) কিভাবে আবেদন করবেন দেখে নিন।
পূর্ব মধ্য রেল হাজিপুর গ্রুপ ডি ও গ্রুপ সি পদের নিয়োগের (Eastern Central Railway Recruitment 2024) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে । নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আগ্রহী চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা,আবেদন পদ্ধতি, নোটিফিকেশন, সমস্ত কিছু বিস্তারিত দেখে নেওয়া যাক।
চাকরির খবর: পূর্ব রেলে ৩১১৫ টি শূন্যপদে অ্যাপেন্টিস নিয়োগ
পদের নাম: Group C ও Group D
মোট শূন্যপদ: 15 টি। Group C- 3 টি। Group D – 12 টি।
আবেদন ফি:
UR/OBC/EWS যাকে প্রার্থীদের ৫০০ টাকা জমা করতে হবে। তবে যে সমস্ত চাকরিপ্রার্থী লিখিত পরীক্ষায় বসবে তাদের ৪০০ টাকা রিফান্ড করা হবে।
SC/ST/PWBD চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা জমা করতে হবে তবে লিখিত পরীক্ষায় বসলে ২৫০ টাকা রিফান্ড করা হবে।
বয়স সীমা:
গ্রুপ সি পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর।
গ্রুপ ডি পদের জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৩৩ বছর পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা:
চাকরিপ্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে ৫০ শতাংশ নম্বর অবশ্যই পেতে হবে। তবে এসসিএসটি দের জন্য ৫০ % নম্বর বাধ্যতা মূলক নয়।
অথবা
মাধ্যমিক পাস সঙ্গে অ্যাক্ট্র এপেন্টিস/ আইটিআই পাশ হলেও চলবে। তবে ডিগ্রি অবশ্যই NCVT/SCVT থেকে হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে ও আবেদন গ্রহণ শুরু হয়েছে 07.09.24
আবেদনের শেষ তারিখ 07.10.24
গুরুত্বপূর্ণ লিংক:
চাকরিপ্রার্থীর কাছে অনুরোধ আপনারা ইস্টার্ন সেন্টাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।