স্কুলগুলিতে ক্লাস বন্ধ (school Class Suspension )রাখার নির্দেশ ডি আই এর!

সম্প্রতি ডিআই অফিস থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে স্কুলগুলিতে ক্লাস বন্ধ (School Class Suspension) রাখতে হবে। কিন্তু কেন এই নির্দেশ দিয়েছেন ডি আই দেখে নেওয়া যাক;

ডিসটিক ইন্সপেক্টর অফ স্কুল (সেকেন্ডারি ব্রাঞ্চ) হুগলি থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যার মেমো নম্বর 2645/SE তারিখ 17.09.24 যেখানে পরিষ্কার বলা রয়েছে কোনগুলিতে ক্লাস বন্ধ (school Class Suspension) রাখতে হবে।

শিক্ষার খবর: স্কুল গুলির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের

সমস্ত জুনিয়র হাই স্কুল হাই স্কুল ও হাই সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে আরামবাগ সাব ডিভিশন রশিদপুর গ্রাম পঞ্চায়েত, রাজবলহাট গ্রাম পঞ্চায়েত ১ এ ছাড়া জঙ্গিপাড়া ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত, তালপুর গ্রাম পঞ্চায়েত কেশব চক গ্রাম পঞ্চায়েত এবং সন্তোষপুর গ্রাম পঞ্চায়েত তারকেশ্বর ব্লকের অধীন সমস্ত জুনিয়র হাই স্কুল হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল ও মাদ্রাসাগুলি তে ক্লাস বন্ধ রাখতে হবে। আগামী 20.09.24 পর্যন্ত। কারণ হিসেবে জানানো হয়েছে ওই সমস্ত এলাকার স্কুলগুলিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করা হবে।

সম্প্রতি বীরভূমের ময়ূরাক্ষী ব্যারেজ পশ্চিম বর্ধমানের ডিভিসি ব্যারেজ, ঝাড়খণ্ডের মাইথন, পাঞ্চেত জলাধার থেকে ধারাবাহিকভাবে জল ছাড়া হচ্ছে।

ময়ূরাক্ষী ব্যারেজ থেকে কম জল ছাড়া হলেও DVC ব্যারেজ থেকে প্রায় গত সোমবার দেড় লক্ষ কিউসেক এবং মাইথন থেকে ২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। যার ফলে খানাকুল এলাকার সমস্ত ব্লকগুলি ধীরে ধীরে জলমগ্ন হতে শুরু করেছে।

এমন পরিস্থিতিতে বন্যার থেকে রক্ষা পাওয়ার জন্য স্কুলগুলিতে আশায় স্থল হিসেবে নেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে হুগলি ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের পক্ষ থেকে।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment