WB Assistant Professor Recruitment 2024: ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে অধ্যাপক নিয়োগ!

WB Assistant Professor Recruitment 2024: ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে সরকারি অধ্যাপক অ্যাসোসিয়েট অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে কিভাবে আবেদন করবেন দেখে নিন!

ইন্ডিয়ান স্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে সহকারী অধ্যাপক নিয়োগের (WB Assistant Professor Recruitment 2024) জন্য সম্পূর্ণ অফলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে । আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী সহকারী অধ্যাপক ও অ্যাসোসিয়েট অধ্যাপক নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। শূন্যপদ, অফলাইনে আবেদন, শিক্ষাগত যোগ্যতা, নোটিফিকেশন বিস্তারিত দেখে নেওয়া যাক;

বিজ্ঞপ্তি নম্বর: PU/207/ADV/1530 তারিখ 30.08.2024

পদের নাম: প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর।

শূন্যপদের সংখ্যা: 24 টি।

অফলাইনে আবেদনের শেষ তারিখ 30.10.2024

চাকরির খবর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ইন্টারভিউ এর মাধ্যমে লেকচারার পদে নিয়োগ

অধ্যাপক নিয়োগের শিক্ষাগত যোগ্যতা:

  1. Professor:

যোগ্যতা:

নির্দিষ্ট রিসার্চ এরিয়াতে পিএইচডি থাকতে হবে।

ডক্টরাল স্টুডেন্টদের সুপারভাইজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

পোস্ট ডক্টরাল/ শিক্ষকতায় দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: 45 বছরের বেশি হলে চলবে না।

বেতন: 7th cpc level 14A

  1. Associate Professor:

যোগ্যতা:

নির্দিষ্ট রিসার্চ এরিয়াতে পিএইচডি থাকতে হবে।
রিসাচ স্টুডেন্টদের সুপারভাইজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

পোস্ট ডক্টর/ শিক্ষকতায় 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: 45 বছরের বেশি হলে চলবে না।

বেতন: 7th cpc Level 13A2

  1. Assistant Professor Grade I:

যোগ্যতা:

নির্দিষ্ট রিসার্চ এরিয়াতে পিএইচডি থাকতে হবে।
পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে ফাস্ট ক্লাস অথবা ভালো একাডেমিক স্কোর থাকতে হবে।
পিএইচডি রিসার্চ টিচিং এ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: ৩৫ বছরে বেশি হওয়া চলবে না।

বেতন: 7th cpc level 12

  1. Assistant Professor Grade II:

যোগ্যতা:

নির্দিষ্ট রিসার্চ এরিয়াতে পিএইচডি থাকতে হবে।
পোস্ট গ্রাজুয়েট ডিগ্রিতে ফাস্ট ক্লাস অথবা ভালো একাডেমিক স্কোর থাকতে হবে।

সংরক্ষিত চাকরিপ্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

নিয়োগ পদ্ধতি:

অফলাইনে আবেদন গ্রহণ করার পর শর্ট লিস্ট তৈরি করা হবে। নূন্যতম যোগ্যতা ক্রাইটেরিয়া রিচার্জ পাবলিকেশন পিএইচডি পাবলিকেশন টিচিং প্রপোজাল প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে।

শর্ট লিস্টেড চাকরিপ্রার্থীদের টিচিং ডেমোস্টেশন ও রিসার্চ প্রেজেন্টেশনের জন্য ডাকা হবে।

দ্বিতীয় পর্ব শেষের পর চাকরিপ্রার্থীদের এ রিভিউতে পাঠানো হবে।

সবশেষে ইন্টারভিউ এবং তারপর প্যানেল প্রকাশিত হবে।

কিভাবে আবেদন করবেন?

আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনে নির্দিষ্ট প্রফর্মা এই প্রতিবেদনের শেষে দিয়ে দেব।

আবেদনের ঠিকানা: Director, Indian statistical Institute, 203, BT Road Kolkata 700108

official website: Click Here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment