অবশেষে আপার প্রাইমারি নিয়োগ (upper primary Recruitment) নিয়ে গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে আবার প্রাইমারি নিয়োগে নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দখল করলো এসএসসি (wbcssc)!
দীর্ঘ আট বছর পর কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৪ হাজার ৫২ জন শিক্ষক শিক্ষিকার নিয়োগ হতে চলেছে আপার প্রাইমারি (upper primary Recruitment) চাকরিপ্রার্থীদের মধ্য থেকে। এসএসসির (wbcssc) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে কারণ নিয়োগ নিয়ে বিভিন্ন মামলায় জর্জরিত এসএসসি । তাই নিয়োগ প্রক্রিয়ায় দ্রুত গতি আনতে এসএসসি নতুন পদক্ষেপ গ্রহণ করল।
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে আগামী চার সপ্তাহের মধ্যে আপার প্রাইমারি ১৪০৫২ জন শিক্ষক শূন্য পদে নতুন করে কাউন্সিলিংয়ের মাধ্যমে নিয়োগ দিতে হবে।
এখন প্রশ্ন হল হঠাৎ করে এসএসসি ( wbcssc) কেন সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করতে গেল? এসএসসি পক্ষ থেকে জানা যাচ্ছে যে এমনিতেই আপার প্রাইমারি নিয়োগ (upper primary Recruitment) নিয়ে দীর্ঘ মামলার জটিলতায় আট বছর অতিক্রান্ত হয়ে গেছে। বহু চাকরিপ্রার্থী অপেক্ষায় রয়েছেন। যাতে নতুন করে আর কোন মামলা না হয় তার জন্য এই পদক্ষেপ। নতুন মামলায় নিয়োগ প্রক্রিয়া যাতে ভেস্তে না যায়। সেই বিষয় মাথায় রেখে এই পদক্ষেপ বলে জানা যাচ্ছে।
কোন একক ব্যক্তি বা কোন দল বা সংগঠন যাতে নতুন করে এসএসসির ( wbcssc) আপার প্রাইমারি নিয়োগ (upper primary Recruitment) প্রক্রিয়ায় বাধা দিতে না পারে। তার জন্য আগেভাগে সুপ্রিম কোর্টে ক্যাবিনেট দাখিল করা হলো। এরপর কেউ যদি নতুন করে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে কোন মামলা করতে চান তাহলে অবশ্যই এস এস সি কে জানাতে হবে।
আরো পড়ুন প্রাইমারী শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষনা
এসএসসি (wbcssc) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন আদালতের রায় মেনে আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা নিয়োগ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয় ও পদ্ধতি সঠিকভাবে পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করছি। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে নিয়োগ নিয়ে সংবাদ মাধ্যমগুলিকে জানানো হবে । কিভাবে কাউন্সিলিং হবে নিয়োগ প্রক্রিয়া কিভাবে দেওয়া হবে সমস্ত বিষয়ে সবাইকে অবগত করা হবে।
এসএসসি (wbcssc) সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করার মাধ্যমে একটি বিষয় জোর দিতে চলেছে তা হল আর কিছুতেই এই নিয়োগ আপার প্রাইমারি (upper primary Recruitment) প্রক্রিয়া বিলম্বিত না হয় সেদিকে কঠোর নজর রাখা হবে।