Teachers Pension: অবসরের ( Teachers Pension ) পর শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবসরকালীন সুবিধা হিসেবে সরকার পেনশন এর সুবিধা দিয়ে থাকে। শিক্ষকদের পেনশন (teachers Pension) নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে। মাধ্যমিক স্তরের সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য রাজ্য সরকার চাকরিজীবীদের পেনশন বন্ধ করে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পেনশন বন্ধ নিয়ে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। শিক্ষকদের পেনশন (teachers pension) পাওয়ার জন্য নূন্যতম কিছু ক্রাইটেরিয়া থাকে। কত বছর সার্ভিস করলে পেনশন পাওয়া যায়? কি হারে পাওয়া যায়? তা নিয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীদের পেনশন সংক্রান্ত ডিসিআরবি স্কিম (DCRB Seheme 1981) ১৯৮১ চালু রয়েছে।
শিক্ষকদের পেনশন (teachers Pension) নিয়ে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পূর্ব বর্ধমান থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছ। যার মেমো নম্বর 285, তারিখ 29.08.24 । যে নির্দেশিকায় বলা হয়েছে সমস্ত জুনিয়র হাই স্কুল, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল (পূর্ব বর্ধমানের অন্তর্গত) সমস্ত প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে- যে সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীরা অবসর নিয়েছেন অথবা অবসর নেবেন যাদের সার্ভিস ১০ বছর পূর্ণ হয়নি। তাদের তথ্য ডিআই অফিসে পাঠাতে হবে। আপনারা জানেন যে পেনশন পেতে গেলে নূন্যতম ১০ বছর কন্টিনিউয়াস সার্ভিস পূর্ণ করতে হয়। এর কম হলে কোন পেনশন পাওয়া যায় না।
আরো পড়ুন, শিক্ষকদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা!
শিক্ষকদের পেনশন (teachers pension) নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ শিক্ষাদপ্তরের “ল” ব্রাঞ্চ থেকে একটি নোটিফিকেশন জারি করেছে। যার মেমো নম্বর 808-SE/Law/PL/5S-339/2024 তারিখ 21.08.2024 যেখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সমস্ত ডিআই দের উদ্দেশ্যে এই নির্দেশ দিয়েছেন যে Deficiency in qualifying service to get pension as per DCRB Seheme 1981, যে সমস্ত শিক্ষকরা অবসর গ্রহণ করেছেন বা যারা অবসর গ্রহণ করবেন কিন্তু তাদের সার্ভিস পিরিয়ড ১০ বছর পূর্ণ হয়নি তাদের তথ্য সাত দিনের মধ্যে জমা করতে হবে।
এই সমস্ত শিক্ষকদের সমস্ত ডেটা অনলাইন জমা করার জন্য একটি গুগল ফর্ম ও দেওয়া হয়েছে। আগামী ২/৯/২০২৪ দুপুর ১২ টার মধ্যে এই তথ্য জমা করতে হবে। সেই সঙ্গে প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জানানো হয়েছে। এই সমস্ত শিক্ষকদের সমস্ত তথ্য অ্যাটেস্টেড করে হার্ড কপি জমা করতে হবে ৩/৯/২০২৪ তারিখের মধ্যে।
কি কি তথ্য জমা করতে হবে?
- নিয়োগের এপ্রুভাল লেটার।
- সার্ভিস বুকের প্রথম পাতা, যেখানে শিক্ষকের নাম, জন্ম তারিখ, স্কুলে জয়েনিং এর তারিখ ,অবশ্যই থাকতে হবে।
- জন্মের প্রমাণপত্র (মাধ্যমিকের সার্টিফিকেট বা কোন লিভিং সার্টিফিকেট হলে হবে)।
- PPO অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষা কর্মী।
এখন প্রশ্ন হল যে সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীরা তাদের সার্ভিস ১০ বছর পূর্ণ করেননি তাদের কি পেনশন দেওয়া হবে? দিলে সেটা কি হারে হবে? কিভাবে পাওয়া যাবে? এ বিষয়ে সমস্ত তথ্য পাওয়া যাবে শিক্ষকদের শিক্ষাকর্মীদের থেকে এই সমস্ত তথ্য গুলো নেওয়ার পর শিক্ষাদপ্তর বা ডিআই কি পদক্ষেপ করেন তার উপর।
West Bengal Education Department & Purba Bardhaman DI Order