Teacher Recruitment in West Bengal: শিক্ষক নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা!

Teacher Recruitment in West Bengal:পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে গত 2016 সালে। এরপর দীর্ঘদিন কোন শিক্ষক নিয়োগ হয়নি। তবে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ (Teacher Recruitment in West Bengal) হতে চলেছে 2022 সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের।!

ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন (wbbpe) থেকে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে । যার মেমো নম্বর 1339/WBBPE/2024 , তারিখ 28.08.2024 .

2022 সালে পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ (wbbpe) থেকে প্রাইমারি টেট ২০২২ অনুষ্ঠিত হয়েছিল। এর ফলে বহু শিক্ষক নিয়োগ হয়েছে। এবার 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীদের থেকে নতুন করে নিয়োগ হতে চলেছে। টেট পাশ চাকরিপ্রার্থীদের নতুন করে নিয়োগের জন্য কাউন্সিলিং করা হয়েছে। যার মেমো নম্বর 1221/WBBPE/2024/54 R-12/ 2023 তারিখ 14.08.24 এ কাউন্সিলিংয়ের জন্য এই নোটিফিকেশন করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল 21.08.24 ও 22.08.24 কাউন্সিলিং হবে। সেটি যথাযথ ভাবে সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন, প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

21.08.24 ও 22.08.24 তারিখ হওয়া স্টেট লেভেল কাউন্সিলিংয়ের চাকরিপ্রার্থীদের লিস্ট যে যার নির্দিষ্ট ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এ পাঠিয়ে দেওয়া হয়েছে।

যে সমস্ত চাকরিপ্রার্থীরা কাউন্সিলিং এ জেলা চয়েস করেছেন। তারা ঐ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলএ (DPSC) যোগাযোগ করতে হবে।

এরপর ঐ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC) চাকরিপ্রার্থীদের স্কুল চয়েস করার জন্য কাউন্সিলিং এর নোটিফিকেশন দেওয়া হবে।

এরপর নির্দিষ্ট ডিস্টিক প্রাইমারি স্কুল কাউন্সিল (DPSC) থেকে কাউন্সেলিং লেটার নিয়ে কাউন্সেলিংয়ের পর নির্দিষ্ট চয়েজ স্কুলে জয়েনিং এর জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নিয়োগপত্র পাবেন।

Leave a Comment

WhatsApp channel Join Now