উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ থাকলেও অফলাইন মিউচুয়াল ট্রান্সফার শিক্ষকদের!

দীর্ঘদিন ধরে শিক্ষকদের অনলাইন ট্রান্সফারের জন্য উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ রয়েছে। যার জেরে ট্রান্সফার থেকে বঞ্চিত হচ্ছেন বহু শিক্ষক-শিক্ষাকর্মীরা । কিন্তু এবার অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) পাওয়া যাবে। কিভাবে দেখে নেওয়া যাক।

উৎসশ্রী পোর্টালের (Utsashree Portal) মাধ্যমে অনলাইনে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) ও জেনারেল ট্রান্সফার। এই দুই ধরনের ট্রান্সফার হয়। উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ থাকার কারণে এই দুই ধরনের ট্রান্সফার বন্ধ রয়েছে। কিন্তু এবার অফলাইনে মাধ্যমিক শিক্ষকরাও মিউচুয়াল ট্রান্সফার ( Mutual transfer) পাবেন। এ নিয়ে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য একটি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন। সেই রায়ের পরিপ্রেক্ষিতে অফলাইনে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করা যাবে।

গত 29.08.24 তারিখে, কোর্ট নং 18 ও আইটেম নম্বর 31 , কেস নম্বর WPA 20890 of 2024 অনুযায়ী তাপস কুমার ঘোষ বনাম দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড আদারস এর মামলায় মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয় এই গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছেন মাধ্যমিক শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) জন্য।

এই মামলার আইনজীবী হিসাবে ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী। তিনি জানান- এক্ষেত্রে দুইজন টিচার যারা মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) জন্য তাদের নির্দিষ্ট স্কুল থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে নির্দিষ্ট আবেদনপত্র ফিলাপ করে স্কুল সার্ভিস কমিশনের কাছে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশন তাদের আবেদন নাকচ করে দেয় । স্কুল সার্ভিস কমিশন জানান বর্তমানে শিক্ষক শিক্ষকর্মীদের ট্রান্সফারের জন্য অনলাইন উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ রয়েছে। তাই এই মুহূর্তে মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া প্রসেস করা যাবে না। স্কুল সার্ভিস কমিশন তাদের মিউচুয়াল ট্রান্সফারের আবেদন জমা নেয়নি।

আরো পড়ুন, প্রাথমিক শিক্ষক অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার

ফলে এই দুই টিচার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অফলাইনে মিউচুয়াল ট্রান্সফারের জন্য হাইকোর্টের কাছেই আবেদন করেন। মিউচুয়াল ট্রান্সফার রুল ২০১২ অনুযায়ী রুল 4 (1) এর অধীনে নির্দিষ্ট আবেদনপত্রে দুই স্কুলের প্রধান শিক্ষকদের অনুমতি সাপেক্ষ এবং স্কুল সার্ভিস কমিশন এর নিয়ম অনুযায়ী এক হাজার টাকার ডিমান্ড ড্রাফট কাটিয়ে এসএসসি অফিসে জমা করেন কিন্তু তাতেও এসএসসি অফিস সে আবেদন পত্র জমা নেন নি।

আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী মহাশয় এসএসসি শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফার রুল ২০১২ অনুযায়ী অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার আবেদনের জন্য সওয়াল করেন। এরপর মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান মিউচুয়াল ট্রান্সফারের (Mutual transfer) ক্ষেত্রে উৎসশ্রী পোর্টাল সাসপেনশন এর কোন সম্পর্ক নেই। তাই যাতে এই দুই টিচারের অফলাইনে মিউচুয়াল ট্রান্সফার হয়, সে বিষয়ে পদক্ষেপ করতে হবে।

অফলাইন মিউচুয়াল ট্রান্সফার আবেদন কিভাবে করবেন?

অঅলাইন মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) প্রক্রিয়া বন্ধ থাকার কারণে এখন অফলাইনে মিউচুয়াল ট্রান্সফারের জন্য আবেদন করতে পারেন। এর জন্য স্কুল সার্ভিস কমিশনের একটি নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী আবেদন পত্র রয়েছে।

প্রথমে আপনাকে মিউচুয়াল পার্টনার খুঁজতে হবে। আপনার নির্দিষ্ট সাবজেক্ট ও ক্যাটাগরি অনুযায়ী। ক্যাটাগরি বলতে এখন নরমাল সেকশন ও এইচএস সেকশন বোঝায়। মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোন ক্যাটাগরি ম্যাচিং প্রয়োজন হয় না।

মিউচুয়াল ট্রান্সফার এর জন্য মিউচুয়াল পার্টনার পাওয়ার পর ওই নির্দিষ্ট ফর্মে দেওয়া তথ্য ফিলাপ করতে হবে। সেই সঙ্গে একটি নো অবজেকশন সার্টিফিকেট ও রয়েছে সেখানে প্রধান শিক্ষকের সই করতে হবে।

দুজন শিক্ষক যারা মিউচুয়াল ট্রান্সফার (Mutual transfer) চান তাদের দুজনকেই ১০০০ টাকা করে ডিমান্ড ড্রাফট কাটাতে হবে যেটি স্কুল সার্ভিস কমিশনের অনুকূলে।

এরপরে নির্দিষ্ট ফর্ম ও যাবতীয় কাগজপত্র একত্র করে দুইজন শিক্ষক স্কুল সার্ভিস কমিশনে জমা দেবেন।

স্কুল সার্ভিস কমিশন ওই আবেদন পত্র দুটি ভালো করে পরীক্ষা করে তারপর হেয়ারিংয়ের জন্য নির্দিষ্ট তারিখ দেবেন। ওই নির্দিষ্ট তারিখে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। সঙ্গে স্কুলের প্রধান শিক্ষকদের কে নিয়ে যেতে হবে। প্রধান শিক্ষক যদি যেতে না পারেন তাহলে অন্য কোন শিক্ষাকে অথরাইজ লেটার দিয়ে পাঠাতে পারেন।

শুনানিতে স্কুল সার্ভিস কমিশন দুই শিক্ষকের তথ্য যাচাই করে তাদের নতুন স্কুলে জয়েনিং এর রেকমেন্ডেশন লেটার হাতে হাতে দিয়ে দেবেন। এর পরের রেকমেন্ডেশন লেটার নিয়ে নতুন স্কুলে জয়েন করতে পারবেন। যদিও অনলাইন মিউচুয়াল ট্রান্সফার প্রসেসিং পোর্টালের মাধ্যমে হওয়ার পর থেকে এই প্রক্রিয়া বন্ধ রয়েছে। যদি এখনই আপনারা মিউচুয়াল ট্রান্সফার চান। তাহলে অবশ্যই এই প্রক্রিয়াগুলো সুসম্পন্ন করতে হবে। এবং স্কুল সার্ভিস কমিশন যদি এই আবেদনপত্র জমা নিতে না চান। তখনই হাইকোর্টের দ্বারস্থ হতে হবে। হাইকোর্ট যদি ট্রান্সফারের বিষয়ে নিশ্চিত অর্ডার দেন তাহলে মিউচুয়াল ট্রান্সফার পেতে পারেন।

Offline Mutual transfer Court Order

Mutual transfer offline Application Form

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

4 thoughts on “উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) বন্ধ থাকলেও অফলাইন মিউচুয়াল ট্রান্সফার শিক্ষকদের!”

Leave a Comment