ICDS Recruitment 2024: পশ্চিম বর্ধমানের অন্ডালে 30 টি অঙ্গনওয়াড়ি সহায়ক (Anwanwady Helper) শূন্যপদে নিয়োগ হতে চলেছে। এছাড়াও পশ্চিম বর্ধমানের অন্যান্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট এ অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ (icds Recruitment) শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় 30000 অঙ্গনওয়াড়ি কর্মী (icds Recruitment) নিয়োগ হবে এমনই ঘোষণা করেছিলেন রাজ্যের মন্ত্রী মাননীয়া শশী পাঁজা। সেইমতো পশ্চিমবঙ্গের ২৩ টি জেলায় বিভিন্ন চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট এ অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ী সহায়িকা (Anwanwady Helper) নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের অন্ডালে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের জন্য বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক;
বয়সসীমা: 21.08.24 অনুযায়ী
অঙ্গনওয়াড়ী সহায়িকা নিয়োগের জন্য বয়স হতে হবে।
নূন্যতম বয়স 18 বছর।
সর্বোচ্চ বয়সসীমা 35 বছর।
তবে সংরক্ষিত চাকরি প্রার্থীরা সরকারি নিয়মে বয়সে ছাড় পাবেন।
যোগ্যতামান: অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anwanwady Helper) নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক (12th Standard) পাস হতে হবে।
নিয়োগ পদ্ধতি: অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anwanwady Helper) নিয়োগের জন্য 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে 90 নম্বর লিখিত পরীক্ষা ও 10 নম্বর ইন্টারভিউ থাকবে। চাকরিপ্রার্থীকে লিখিত পরীক্ষায় অবশ্যই নূন্যতম 30 শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষিত চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে ও এই নিয়ম প্রযোজ্য হবে। লিখিত পরীক্ষায় যোগ্যতা অর্জন করলে তারপরে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
আরো পড়ুন, আসানসোলে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ
চাকরিপ্রার্থীকে অবশ্যই ওই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
কেবলমাত্র মহিলারা এই পদে নিয়োগের জন্য সুযোগ পাবেন।
লিখিত পরীক্ষার সিলেবাস:
অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anwanwady Helper) নিয়োগের জন্য যে 90 নম্বরে লিখিত পরীক্ষা হবে। তার সিলেবাস হল
- কিভাবে জনগণের জনসচেতনতা বৃদ্ধি করা যাবে এই বিষয়ে একটি রচনা লিখতে হবে 150 টি শব্দের মধ্যে । নম্বর থাকবে 15। যা অষ্টম শ্রেণীর সমতুল্য হবে। এবং নিজের মাতৃভাষায় লেখা যাবে।
- অংক থাকবে 20 নম্বরে। (অষ্টম শ্রেণীর সমতুল্য)
- নিজের রান্না ও জনগণের স্বাস্থ্য ও হাইজিন সম্পর্কে 15 নম্বর থাকবে।
- ইংরেজিতে 20 নম্বর থাকবে অষ্টম শ্রেণীর সিলেবাস অনুযায়ী।
- জেনারেল নলেজ 20 নম্বর।
মোট 90 নম্বরে পরীক্ষা হবে।
গুরুত্বপূর্ণ ডকুমেন্ট: অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anwanwady Helper) নিয়োগের জন্য এ সমস্ত কাগজপত্র অবশ্যই জমা দিতে হবে। তা হল
- বয়সের প্রমাণ পত্র (মাধ্যমিক এডমিট)
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (উচ্চমাধ্যমিক মার্কশীট)
- ভোটার কার্ড
- কাস্ট সার্টিফিকেট (সংরক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য)
- PWD সার্টিফিকেট (যদি থাকে)
- EWS সার্টিফিকেট (যদি থাকে)
আবেদন পদ্ধতি: নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দিয়ে দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন শুরু হয়েছে 21.08.24 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ: 18.09.24
গুরুত্বপূর্ণ লিংক:
Anwanwady Helper Notification
ICDS Recruitment official website
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।