পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অঙ্গনওয়াড়ি কর্মী (Anwanwady Karmi) ও অঙ্গনওয়াড়ি সহায়ক (Anwanwady Sahayak) পদে নিয়োগের (Icds Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে। আজ পশ্চিম বর্ধমান জেলা অঙ্গনওয়াড়ি সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে নেব।
অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ( CDPO officer ) আসানসোল (শহর) অঙ্গনওয়াড়ি সহায়ক (ICDS Recruitment) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ীরা অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anwanwady Helper) পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, নোটিফিকেশন , অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ জানতে, সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
আরো জানতে পড়ুন; হলদিয়া রিফাইনারীতে চাকরির নোটিফিকেশন
পদের নাম: অঙ্গনওয়াড়ি সহায়ক (Anwanwady Helper)
শূন্যপদ: 76 টি।
বয়সসীমা: 21.08.24 অনুযায়ী বয়স হতে হবে।
ন্যূনতম বয়স: 18 বছর।
সর্বোচ্চ বয়স: 35 বছর।
সংরক্ষিত চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা: অঙ্গনওয়াড়ী সহায়ক (Anwanwady Helper) পদে নিয়োগের জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে : 21.08.24 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ 18.09.24
শূন্য পদের বিবরণ:
পদের নাম | শূন্যপদ |
Anwanwady Helper | 76 টি। |
গুরুত্বপূর্ণ লিংক:
Online application | Click here |
Notification | Click here |
Official website | Click here |
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন!
2 thoughts on “পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS Recruitment) নিয়োগ, আবেদন করুন!”