পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS Recruitment) নিয়োগ, আবেদন করুন!

পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা অঙ্গনওয়াড়ি কর্মী (Anwanwady Karmi) ও অঙ্গনওয়াড়ি সহায়ক (Anwanwady Sahayak) পদে নিয়োগের (Icds Recruitment) বিজ্ঞপ্তি জারি করেছে। আজ পশ্চিম বর্ধমান জেলা অঙ্গনওয়াড়ি সহায়ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে নেব।

অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ( CDPO officer ) আসানসোল (শহর) অঙ্গনওয়াড়ি সহায়ক (ICDS Recruitment) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ীরা অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anwanwady Helper) পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, নোটিফিকেশন , অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ জানতে, সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

আরো জানতে পড়ুন; হলদিয়া রিফাইনারীতে চাকরির নোটিফিকেশন

পদের নাম: অঙ্গনওয়াড়ি সহায়ক (Anwanwady Helper)

শূন্যপদ: 76 টি।

বয়সসীমা: 21.08.24 অনুযায়ী বয়স হতে হবে।

ন্যূনতম বয়স: 18 বছর।

সর্বোচ্চ বয়স: 35 বছর।

সংরক্ষিত চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা: অঙ্গনওয়াড়ী সহায়ক (Anwanwady Helper) পদে নিয়োগের জন্য অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে : 21.08.24 থেকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ 18.09.24

শূন্য পদের বিবরণ:

পদের নামশূন্যপদ
Anwanwady Helper76 টি।

গুরুত্বপূর্ণ লিংক:

Online applicationClick here
NotificationClick here
Official websiteClick here

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে তথ্য যাচাই করে তবেই আবেদন করবেন!

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

2 thoughts on “পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী (ICDS Recruitment) নিয়োগ, আবেদন করুন!”

Leave a Comment