Didi No 1: দিদি নাম্বার ১ অডিশন বাতিল করলো, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল (Raiganj Coronation High School) । আপনারা জানেন জি বাংলা (Zee Bangla) অনুষ্ঠিত দিদি নাম্বার ওয়ান একটি জনপ্রিয় প্রোগ্রাম। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই প্রোগ্রামের জন্য অডিশন বাতিল করলো রায়গঞ্জ করোনেশন হাই স্কুল (Raiganj Coronation High School) ।! কি কারনে বাতিল করা হলো এই অডিশন?
জি বাংলা (Zee Bangla) অনুষ্ঠিত দিদি নাম্বার ওয়ান প্রোগ্রামের জন্য আজ অর্থাৎ ১৮. ৮. ২০২৪ তারিখে রায়গঞ্জের রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের (Raiganj Coronation High School) ।অডিশন হওয়ার কথা ছিল। কিন্তু সেই অডিশন আজ হচ্ছে না। সেই মর্মে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্যাডে একটি চিঠি লিখেছেন জি বাংলার প্রোডাকশন ডিরেক্টরকে।
রায়গঞ্জ কর্পোরেশন হাই স্কুলের প্রধান শিক্ষকের চিঠির মেমো নম্বর 399/24 তারিখ 17.08.24 । রায়গঞ্জ কর্পোরেশন হাই স্কুলের(Raiganj Coronation High School) । প্রধান শিক্ষক কালীচরণ সাহা, জি বাংলার (zee Bangla) প্রোডাকশন ডিরেক্টর সুশান্ত ব্যানার্জিকে এই মর্মে লিখেছেন যে – Request for postponing the Programms to be held tomorrow (18.08.24)against the present situation.
অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি চলছে। তার পরিপেক্ষিতে দিদি নাম্বার ওয়ান (didi no 1) অডিশন মানানসই নয়। তাই এই অডিশন স্থগিত করার কথা বলা হয়েছে।
বর্তমান পরিস্থিতি বলতে আরজি কর মেডিকেল (R G Kar ) কলেজে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের জন্য যেখানে গোটা দেশের সমস্ত শ্রেণীর মানুষ প্রতিবাদ ও দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছে। সেই পরিস্থিতিতে দিদি নাম্বার ওয়ান (didi No 1) অডিশন করা শোভনীয় নয়।
প্রধান শিক্ষক জানিয়েছেন যে এই মুহূর্তে দিদি নাম্বার1 (didi no 1)প্রোগ্রাম চালানোর জন্য আপনাদের টিম ও প্রস্তুত নয়, যদি আপনাদের টিম এই প্রোগ্রামটি বন্ধ করতে না পারেন এবং তার জন্য যদি কিছু ঘটনা ঘটে তার দায় স্কুল এর কর্তৃপক্ষ নেবে না এর সমস্ত দায়ভার জি বাংলা প্রোডাকশনের উপর পড়বে।
রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের চিঠির PDF: Click here