R G Kar Case: আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পর সমস্ত স্তরের মানুষ নিজেদের মতো করে প্রতিবাদ করেছে। দোষীদের অবিলম্বে শাস্তির দাবি করেছে। কিন্তু এবার দোষীদের শাস্তির জন্য আসরে নামল ক্রিকেটাররা। সৌরভ গঙ্গোপাধ্যায়, ঋদ্ধিমান সাহা, জাসপ্রিত বুমরা, শ্রেয়াস আইয়ার ও মোহাম্মদ সিরাজ এই ঘটনার তীব্র নিন্দা করে তাদের টুইটারে লিখেছেন নিজেদের মতো করে।
আর জি কর হাসপাতালের নারকীয় ঘটনায় জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এমনই চান সমাজের সমস্ত স্তরের মানুষ। এই ঘটনার তীব্র নিন্দা করে কোন কোন ক্রিকেটার কি কি মন্তব্য করেছেন তা দেখে নেওয়া যাক;
ঋদ্ধিমান সাহা: (Wriddhiman saha) পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ছেলে ঋদ্ধিমান সাহা দীর্ঘদিন বাংলার জার্সিতে খেলেছেন। সেই সঙ্গে ভারতের জার্সি গায়ে অনেক ম্যাচেও খেলেছেন । আইপিএলেও তার সুনাম আছে। খাস কলকাতায় যে ঘটনা ঘটেছে তা নিয়ে তার ইনস্টাগ্রামে তিনি লিখেছেন – “আমার শহর কলকাতায় ঘটে যাওয়া ঘটনা আমার হৃদয় চুরমার করেছে । বাবা হিসেবে আমি অত্যন্ত যন্ত্রণাবিদ্ধ! একইসঙ্গে আমি ক্ষুব্ধ! আমারও একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। আমরা বাচ্চাদের যখন সুরক্ষা দিতে পারি না, তাহলে আমরা কিভাবে নিজেদের মানুষ ভাবতে পারি! এই সমাজের উচিত এখন জেগে ওঠা। মেয়েদের বিশ্বে আরো ভালো জায়গা প্রয়োজন । ওদের নিরাপত্তার অধিকার রয়েছে। ভয়কে দূর করে যাতে মেয়েরা সাবলীল ভাবে ঘুরে বেড়াতে পারে সেই দিকে নজর দিতে হবে।
তিনি আরো বলেছেন- ” আমাদের এমন ব্যবস্থা নিতে হবে যাতে এই ধরনের ঘৃণ্য কাজ করতে অপরাধীরা ভয় পায়। এ সকল রাক্ষসদের শায়েস্তা করার জন্য আইন পরিবর্তন দরকার। মেয়েদের জন্য ভারতকে নিরাপদ করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি একজন ক্রিকেটার বা পাবলিক ফিগার হিসেবে এই কথা লিখছি না। আমি একজন বাবা হিসেবে এই কথা লিখছি। আসুন আমরা একসঙ্গে এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে বাচ্চারা নির্ভয়ে বাস করতে পারবে।
সৌরভ গঙ্গোপাধ্যায়: (Sourav Ganguli)
আর জি কর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে প্রাথমিক মন্তব্য করতে গিয়ে ব্যাপক সমালোচনার স্বীকার হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তিনি বলেছিলেন ” এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক! তবে ভারত ও বাংলা নারীদের জন্য নিরাপদ”।
এরপর সানার অফিসের একটি অনুষ্ঠানে গিয়ে তিনি জানান – “আমার আগের মন্তব্য কিভাবে ব্যাখ্যা করা হয়েছে তা আমি জানিনা। কিন্তু এটি একটি নারকীয় ঘটনা, দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত” ।
জাসপ্রিত বুমরা: (Jaspith Bumrah)
শুধু ভারত নয়, বর্তমান সময়ের পৃথিবীর অন্যতম সেরা বোলার জাসপ্রিত বুমরা আর জি কর মেডিকেল কলেজের ঘটে যাওয়া ঘটনা নিয়ে তার টুইটারে আলিয়া ভাটের একটি টুইট শেয়ার করেছেন এবং শেষে তিনি লিখেছেন- ” নারীর পথ বদল নয়, যেটা পরিবর্তন দরকার তা হল পরিবেশ”।
তিনি বলেছেন- ” নারীকে পথ পরিবর্তন করতে বলো না। ভূমিকে বাসযোগ্য করে তোলো, প্রত্যেক নারীর ভালো থাকার অধিকার রয়েছে।
মোহাম্মদ সিরাজ: (Mohammed Siraj)
গত শুক্রবার মোঃ সিরাজ তার পোস্ট করেন। যেখানে গোটা দেশের বিভিন্ন ধর্ষণকাণ্ডের কথা লেখা রয়েছে সেইসঙ্গে মেয়েদের কি করা উচিত নয়। তা নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট রয়েছে। অনেকেই এই ধরনের পোস্ট করেছেন। মোহাম্মদ সিরাজের করা পোস্টে লেখা ধর্ষণে মেয়েদের দিকে আঙ্গুল তোলার ক্ষেত্রে এবারের যুক্তি কি?
শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)
বর্তমান কলকাতার আইপিএল এর অধিনায়ক শ্রেয়াস আইয়ার লিখেছেন – “এই ক বছরে কিছুই বদলায়নি। যা ঘটেছে শোনার পর আক্ষরিক অর্থে আমি বিধ্বস্ত! কোন প্রাকৃতিক দুর্যোগ, গভীর রাষ্ট্রীয় সমস্যা বা সেই রকম কিছু ঘটলে সমাজের সর্বস্তরের মানুষের প্রতিক্রিয়া মেলে। আর জি কর তেমনি একটি ঘটনা। তারা সব অর্থই ঠিক মনে করছেন। এই ঘটনার সার্বিক নিন্দা যেমন দরকার, তেমনি এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। নারী-পুরুষ নির্বিশেষে এই প্রার্থনা দেশ জুড়ে চলছে।
ক্রিকেটারদের বিভিন্ন মন্তব্য পেতে ক্লিক করুন : Twitter