MS Bangla News: (Vidyasagar university Recruitment) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল । আগ্রহী চাকরিপ্রার্থীরা এই পদ গুলির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ,বয়সসীমা, ফি আবেদন পদ্ধতি দেখে নেওয়া যাক।
পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar university) সম্প্রতি দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদগুলিতে নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক। পদগুলি কি কি দেখে নেওয়া যাক;
Advertisement No: VU/R/Adv/1/24 তারিখ: 09.08.24
পদের নাম: দুটি পদে নিয়োগ হবে।
- Programms officer, শূন্যপদ 1টি।
- Publication Officer , শূন্যপদ 1টি।
ফি: 600 টাকা ফি জমা করতে হবে।
আবেদন করার আগে ফি জমা দিতে হবে। ফি জমা করতে হবে ব্যাংক ড্রাফ্টের মাধ্যমে। ব্যাংক ড্রাফ্ট কাটাতে হবে। infavaour of “Vidyasagar university “
শিক্ষাগত যোগ্যতা:
প্রোগ্রাম অফিসার ও পাবলিকেশন অফিসার এই দুটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা নিম্নে দেয়া হলো-
প্রোগ্রাম অফিসার : যেকোনো শাখার পোস্ট গ্রাজুয়েট হতে হবে। সঙ্গে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
পাবলিকেশন অফিসার: যেকোনো শাখার গ্রাজুয়েট হতে হবে। সঙ্গে ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে।
বেতন:
প্রোগ্রাম অফিসার : 21000 টাকা প্রতি মাস।
পাবলিকেশন অফিসার: Vidyasagar university যা নির্ধারিত করবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন শুরু হয়ে গিয়েছে।
আবেদনের শেষ তারিখ 29.08.24
গুরুত্বপূর্ণ লিংক
নোটিফিকেশন | Click here |
অফিসিয়াল ওয়েবসাইট | চেক করুন |
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা অফিশিয়াল ওয়েবসাইট এ ভিজিট করে সমস্ত শিক্ষাগত যোগ্যতা চেক করে তবেই আবেদন করবেন।
1 thought on “Vidyasagar university Recruitment: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় চাকরির সুযোগ!”