রাজ্যের সরকার অনুমোদিত স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ|WB Teacher Recruitment Update 2024

WB Teacher Recruitment Update 2024: রাজ্যের সরকার অনুমোদিত স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন তা জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ দেখে নিন।

রামকৃষ্ণ শিক্ষা মন্দির হাই স্কুল যেটি পূর্ব মেদিনীপুরে অবস্থিত এবং মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত। এই স্কুলে তিনটি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। আবেদন করার আগে বিস্তারিত দেখে নিন

জেলার স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ আবেদন করুন

পদের নাম:

রামকৃষ্ণ শিক্ষা মন্দিরে সহকারী শিক্ষক ও রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার নিয়োগ করা হবে।

শূন্যপদ:

রামকৃষ্ণ শিক্ষামন্দিরে তিনটি বিষয়ে তিনটি শূন্য পদে নিয়োগ করা হবে। তিনটি বিষয় হলো ইংরেজি ভূগোল ও রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার।

শিক্ষাগত যোগ্যতা:

ইংরেজি ও ভূগোল বিষয়ে শিক্ষক নিয়োগ হবে আপার প্রাইমারি লেভেলে। নিয়োগের জন্য যে যোগ্যতা থাকতে হবে তা হল-

  1. ইংরেজি: ইংরেজি বিষয়ে অনার্স ডিগ্রি থাকতে হবে অথবা বিএড ও পোস্ট গ্রেজুয়েশন ডিগ্রি থাকতে হবে। পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন।
  2. ভূগোল: ভূগোল বিষয়ে অনার্স ডিগ্রী থাকতে হবে অথবা বিএড ও পোস্ট গ্রেজুয়েশন থাকতে হবে। পুরুষ ও মহিলা আবেদন করতে পারবেন।
  3. রেসিডেন্সিয়াল সাবজেক্ট টিচার: বিএসসি পিওর সাইন্স থাকতে হবে। কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। এবং এই শিক্ষকের সম্পূর্ণ হোস্টেলে থাকতে হবে।

বয়স সীমা:

রামকৃষ্ণ শিক্ষা মন্দিরে ভূগোল ইংরেজি ও রেসিডেন্সিয়াল শিক্ষক নিয়োগের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৪০ এর বেশি হলে চলবে না।

কি কি ডকুমেন্ট জমা করতে হবে?

রামকৃষ্ণ শিক্ষা মন্দিরে এই নিয়োগের জন্য আবেদন করতে যে সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে তা হল;

  1. চাকরিপ্রার্থীর আপডেট বায়োডাটা অবশ্যই জমা দিতে হবে।
  2. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক পরীক্ষার এডমিট জেরক্স জমা দিতে হবে।
  3. সমস্ত পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট জমা করতে হবে।
  4. ভোটার কার্ড ও আধার কার্ডে জেরক্স জমা দিতে হবে।
  5. একটি বর্তমান সময়ের পাসপোর্ট ছবি।
  6. শিক্ষকতার অভিজ্ঞতার সার্টিফিকেট জমা করতে হবে। যদি থাকে ..
  7. বেতন আলোচনা সাপেক্ষ।
WB Teacher Recruitment
WB Teacher Recruitment

আবেদন করবেন কিভাবে?

আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে অবশ্যই একটি বায়োডাটা সেই সঙ্গে সমস্ত মার্কসিট ও সার্টিফিকেট এর জেরক্স সহ যাবতীয় ডকুমেন্ট হাতে হাতে স্কুলের অফিসে 20.12.2024 এর মধ্যে জমা করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া:

যতগুলি আবেদনপত্র পৌঁছবে তা থেকে বাছাই করে কেবলমাত্র শর্ট লিস্ট চাকরিপ্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউ হবে ২৩ ডিসেম্বর ২০২৪। নিউ হবে লিখিত পরীক্ষা, একাডেমিক কোয়ালিফিকেশন ও ইন্টারভিউ এর পাওয়ার নম্বরের ভিত্তিতে। হবু শিক্ষকদের অবশ্যই ক্লাস রুম ডেমোস্টেশন দিতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক:

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
আমাদের whatsapp চ্যানেলJoin Now
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Now

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now