রাজ্যের খাদ্য দপ্তরে চাকরির বিজ্ঞপ্তি,শীঘ্রই আবেদন করুন| WB Food Department Recruitment 2024

WB Food Department Recruitment 2024: পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। আগ্রহী চাকরিপ্রার্থীরা কিভাবে আবেদন করবেন দেখে নিন

পদের নাম:

পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের ফেয়ার প্রাইস সপ ডিলার নিয়োগ করা হবে।

আবেদন ফি:

খাদ্য দপ্তরে ফেয়ার প্রাইস শপের ডিলার পদে নিয়োগের জন্য এক হাজার টাকা অনলাইনে জমা করতে হবে। GRIPS পোর্টালে টাকা জমা করতে হবে। নিম্নলিখিত একাউন্টে জমা করতে হবে। একাউন্ট নম্বর হলো 04080010100116

জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ আবেদন করতে এখানে ক্লিক করুন।

বয়স সীমা:

আদনকারীর বয়স সীমা অবশ্যই ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:

  1. চাকরিপ্রার্থীকে অবশ্যই বারুইপুর সাব ডিভিশনের বাসিন্দা হতে হবে।
  2. রেজিস্টার পার্টনারশিপ ফার্মের অন্তত একজন দক্ষিণ 24 পরগনার বাড়িতে হতে হবে।
  3. সেল্ফ হেল্প গ্রুপ সংঘ বা মহাসংঘ তাদের রেজিস্টার ঠিকানা দক্ষিণ ২৪ পরগনায় হতে হবে।
  4. রেজিস্টার কো-অপারেটিভ সোসাইটি যাদের ঠিকানা দক্ষিণ ২৪ পরগণায় হতে হবে।
  5. ফেয়ার সপ চালানোর শারীরিক ও মানসিক ক্ষমতা থাকতে হবে।

কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে?

  1. বর্তমান সময়ের একটি কালার পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে।
  2. ম্যাজিস্ট্রেট কোর্টের এফিডেভিট এন এনেক্সার ওয়ান থেকে সি।
  3. ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এর জেরক্স।
  4. সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কসিট আপলোড করতে হবে।
  5. সেল্ফ হেল্প গ্রুপের ব্যানার সহ অন্যান্য ডকুমেন্ট আপলোড করতে হবে।

চাকরি কোথায় হবে?

বারইপুর সাব ডিভিশনের অন্তর্গত কালিকাপুর,দক্ষিণ বারাসাত ,জয়নগর ,দক্ষিণ ২৪ পরগনা। পিন: 743372

আবেদন করবেন কিভাবে?

আবেদন করার জন্য খাদ্য দপ্তরের নিজস্ব ওয়েবসাইট www.wb.food.gov.in এ যেতে হবে সেখানে Form C সাবমিট করতে হবে। এখানে Apply For New FPS License এ ক্লিক করে যাবতীয় তথ্য সাবমিট করতে হবে।

আবেদনের সময়সীমা:

বিজ্ঞপ্তি বেরোনোর দিন অর্থাৎ পাঁচ ডিসেম্বর থেকে ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ লিংক:

অফিসিয়াল নোটিফিকেশনওয়েবসাইটে পেয়ে যাবেন
অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE
আমাদের টেলিগ্রাম চ্যানেলJoin Now
আমাদের whatsapp চ্যানেলJoin Now

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           
WhatsApp channel Join Now
Telegram channel Join Now

Leave a Comment