Single Subject Teacher Transfer: শিক্ষক ও শিক্ষাকর্মীদের ট্রান্সফারের জন্য তৈরি উৎসশ্রী পোর্টাল ( Utsashree Portal) বন্ধ রয়েছে। যার জেরে বহু শিক্ষক ও শিক্ষাকর্মীরা ট্রান্সফার (wbTeacher Transfer) থেকে বঞ্চিত হচ্ছেন। তাই উৎসশ্রী পোর্টাল ( Utsashree Portal) চালু করার বিষয়ে উদ্যোগ নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ (wbppe) । তবে মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা ট্রান্সফারের (wb teacher transfer) ক্ষেত্রে বহু সমস্যায় ভুগছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল সিঙ্গেল সাবজেক্ট টিচার ট্রান্সফার (Single Subject Teacher) সমস্যা।
উৎসশ্রী পোর্টাল (Utsashree Portal) চালু হওয়ার পর থেকেই বহু শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ট্রান্সফারের সুযোগ পেয়েছেন। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি ট্রান্সফার থেকে বঞ্চিত হয়েছেন সিঙ্গেল সাবজেক্ট টিচাররা। (single Subject Teacher) সিঙ্গেল সাবজেক্ট টিচারদের ট্রান্সফারের বিষয়ে শিক্ষাদপ্তর গাইডলাইন ও প্রকাশ করেছে। যার ফলে ট্রান্সফার ক্ষেত্রে একপ্রকার সিঙ্গেল সাবজেক্ট (single Subject Teacher) টিচারদের ট্রান্সফার প্রক্রিয়া প্রায় বন্ধ হয়ে রয়েছে। এক্ষেত্রে ট্রান্সফারের জন্য শিক্ষক ও শিক্ষকর্মীরা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন।
সিঙ্গেল টিচার কোর্ট কেস নাম্বার WPA 1332 of 2023,
Trideb Kar vs The state of West Bengal & Others এর মামলা নিয়ে হাইকোর্টের মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের একটি গুরুত্বপূর্ণ রায় সামনে এসেছে । যে রায়ের ফলে সিঙ্গেল সাবজেক্ট টিচারদের (single subject teacher ) ট্রান্সফারের আশা জাগছে।
এই মামলার আইনজীবী হিসেবে ছিলেন সুদীপ ঘোষ চৌধুরী (sudip Ghosh chawdhury) মহাশয়, পিটিশনার হিসেবে ছিলেন ত্রিদিব কর । এই মামলায় পিটিশনারের অন্তর্ভুক্তি হওয়ার কারণ হলো তিনি একজন সিঙ্গেল টিচার (single Subject Teacher) এবং তার মেডিকেল গাউন্ড রয়েছে । সেই জন্য তিনি স্কুল থেকে অনুমতি নিয়ে ট্রান্সফারের আবেদন করেন । স্কুল তার ট্রান্সফারের আবেদন ফরওয়ার্ড করেন। ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর (DI) কে এবং ডিসটিক ইন্সপেক্টর (DI) সেই আবেদন ফরওয়ার্ড করেন ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে (WBCSSC) ।
কিন্তু সমস্যা তৈরি করেন ডিস্টিক ইন্সপেক্টর অফ স্কুল (DI)। তিনি জানান দিয়ে আবেদনকারী একজন সিঙ্গেল সাবজেক্ট টিচার (single Subject Teacher) তার মেডিকেল গ্রাউন্ডের (Medical Ground Transfer) জন্য এই মুহূর্তে ট্রান্সফারের আবেদন করতে পারবেন না।
সেই সঙ্গে উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকার কারণে তার ট্রান্সফারের আবেদন রিজেক্ট করা হয়। এরপর পিটিশনার হাইকোর্টে মামলা করেন। মামলার সমস্ত বিষয় দেখে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য (justice Saugata bhattchariya ) বলেন যে পোর্টাল (Utsashree Portal) বন্ধ থাকার কারণে ট্রান্সফার দেওয়া সম্ভব হচ্ছে না, এটি অন্য কথা। কিন্তু পিটিশনার যে সিঙ্গেল সাবজেক্ট টিচার তাকে ট্রান্সফার দেওয়া যাবে না সে নিয়মও যথাযথ না । কিন্তু পিটিশনার যেহেতু মেডিকেল রাউন্ড রয়েছে। মেডিকেল গাউন্ড থাকলে কোন সিঙ্গেল সাবজেক্ট টিচার কে ট্রান্সফাররে আটকানো যাবে না।
এ প্রসঙ্গে পিটিশনার এর আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরী বলেন যেহেতু পিটিশনারের মেডিকেল গ্রাউন্ড রয়েছে তাই সিঙ্গেল সাবজেক্ট টিচার (Single Subject Teacher) তকমা দিয়ে তাকে ট্রান্সফার থেকে বিরত করা যাবে না ।
এরপর মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন অবিলম্বে পিটিশনারের চার সপ্তাহের মধ্যে ট্রান্সফারের ব্যবস্থা করতে হয়।
এই মামলা থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে সিঙ্গেল টিচার যদি মেডিকেল গ্রাউন্ড থাকে তাহলে তিনি অবশ্যই ট্রান্সফারের যোগ্য।
মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফার করে আবেদনের জন্য কোন কোন রোগ প্রাধান্য পাবে তা জানার জন্য লিংকে ক্লিক করে দেখে নিন।
Medical Ground Transfer Click here
একবার মিউচুয়াল ট্রান্সফার নিয়ে এসেছি 2021 সালের ডিসেম্বর মাসে। এরপর আর কি ট্রান্সফার পাওয়া যাবে? কত বছর পূর্ণ হলে পুনরায় ট্রান্সফার পাওয়া যাবে?
5 years পূর্ণ হলে আবার ট্রান্সফার পাবেন।
Can a Male single teacher can get transfer on cervical disorder?
Yes
Can a Male single teacher get transfer for cervical disorder?