Assistant Professor : অধ্যাপক নিয়োগের (SET) পরীক্ষা নেবে পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন

Assistant Professor (SET): পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন ( wbcsc) 33 টি বিষয়ে সহকারী অধ্যাপক নিয়োগের ( Assistant Professor) জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষা নেবে। কারা আবেদন করতে পারবেন ? যোগ্যতা কি কি থাকতে হবে? পরীক্ষা পদ্ধতি কি হবে ? সমস্ত বিষয়ে খুঁটিনাটি এই প্রতিবেদনে আলোচনা করব।

পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলিতে সহকারি অধ্যাপক নিয়োগের (Assistant Professor) জন্য ২৬ তম টেট রিলিজিবিলিটি টেস্ট ( SET) অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে সারা ভারত থেকে অনলাইনে আবেদন করার আহ্বান করা হচ্ছে।

Advertisedment No: 26/ SET

আবেদনের শর্তাবলী:
UGC নিয়ম অনুযায়ী এই পরীক্ষা নেওয়া হবে।

  1. ভারতবর্ষের যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলে এবং 55% নম্বর পেলে, জেনারেল ও ই ডব্লিউ এস ( EWS) প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন।
    সংরক্ষিত ক্যাটাগরি আবেদনকারীরা এক্ষেত্রে 5 শতাংশ ছাড় পাবেন।
  2. যে সমস্ত ছাত্রছাত্রীরা স্নাতকোত্তরে ফাইনাল ইয়ারে পড়ছেন , তারাও SET পরীক্ষায় বসতে পারবেন। তবে পরীক্ষায় যোগ্যতা অর্জন করলে অবশ্যই স্নাতকোত্তরে 55 শতাংশ নম্বর জেনারেল ও EWS ছাত্রছাত্রীদের জন্য ও অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য 50 শতাংশ নম্বর পাওয়ার পর তবেই টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার শংসাপত্র ( SET Certificate) হাতে পাবেন।
  3. সংরক্ষিত প্রার্থীদের মতো তৃতীয় লিঙ্গের প্রার্থীরা বা ট্রানজেন্ডাররা SET পরীক্ষায় বসতে পারবেন।

বয়সসীমা: SET পরীক্ষা দেওয়ার জন্য বয়সের কোন উর্ধ্বসীমা নেই।

আবেদন ফি: স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষা দেওয়ার জন্য জেনারেল ও অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য আলাদা।

পরীক্ষা কবে হবে?

15 ডিসেম্বর 2024 রবিবার।

পরীক্ষার প্রশ্নপত্রের ধরন :

sessionpaperMarksNO of question Duration
firstI10050 , all compulsory1 hour
SecondII200100 all compulsory2 hour
SET scheme of date & test

আবেদন করবেন কিভাবে?
ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ( wbcsc) নিজস্ব ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন করার আগে নিজের ছবি ও সই স্ক্যান করে রাখতে হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

Online application01.08.2024
Last date of application & payment31.08.24
Correction9 & 10 September 2024
Date of Examination15.12.2024 (Sunday)
wbcsc set examination schedule

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

NotificationClick here
Official websiteClick here

সকল ছাত্র-ছাত্রীদের কাছে অনুরোধ, নোটিফিকেশন ভালো করে পড়ে যাচাই করে তারপর আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment