Assistant Professor (SET): পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন ( wbcsc) 33 টি বিষয়ে সহকারী অধ্যাপক নিয়োগের ( Assistant Professor) জন্য স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষা নেবে। কারা আবেদন করতে পারবেন ? যোগ্যতা কি কি থাকতে হবে? পরীক্ষা পদ্ধতি কি হবে ? সমস্ত বিষয়ে খুঁটিনাটি এই প্রতিবেদনে আলোচনা করব।
পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজগুলিতে সহকারি অধ্যাপক নিয়োগের (Assistant Professor) জন্য ২৬ তম টেট রিলিজিবিলিটি টেস্ট ( SET) অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীদের কাছ থেকে সারা ভারত থেকে অনলাইনে আবেদন করার আহ্বান করা হচ্ছে।
Advertisedment No: 26/ SET
আবেদনের শর্তাবলী:
UGC নিয়ম অনুযায়ী এই পরীক্ষা নেওয়া হবে।
- ভারতবর্ষের যে কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করলে এবং 55% নম্বর পেলে, জেনারেল ও ই ডব্লিউ এস ( EWS) প্রার্থীরা এই পরীক্ষায় বসতে পারবেন।
সংরক্ষিত ক্যাটাগরি আবেদনকারীরা এক্ষেত্রে 5 শতাংশ ছাড় পাবেন। - যে সমস্ত ছাত্রছাত্রীরা স্নাতকোত্তরে ফাইনাল ইয়ারে পড়ছেন , তারাও SET পরীক্ষায় বসতে পারবেন। তবে পরীক্ষায় যোগ্যতা অর্জন করলে অবশ্যই স্নাতকোত্তরে 55 শতাংশ নম্বর জেনারেল ও EWS ছাত্রছাত্রীদের জন্য ও অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য 50 শতাংশ নম্বর পাওয়ার পর তবেই টেট এলিজিবিলিটি টেস্ট পরীক্ষার শংসাপত্র ( SET Certificate) হাতে পাবেন।
- সংরক্ষিত প্রার্থীদের মতো তৃতীয় লিঙ্গের প্রার্থীরা বা ট্রানজেন্ডাররা SET পরীক্ষায় বসতে পারবেন।
বয়সসীমা: SET পরীক্ষা দেওয়ার জন্য বয়সের কোন উর্ধ্বসীমা নেই।
আবেদন ফি: স্টেট এলিজিবিলিটি টেস্ট (SET) পরীক্ষা দেওয়ার জন্য জেনারেল ও অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য আলাদা।
পরীক্ষা কবে হবে?
15 ডিসেম্বর 2024 রবিবার।
পরীক্ষার প্রশ্নপত্রের ধরন :
session | paper | Marks | NO of question | Duration |
first | I | 100 | 50 , all compulsory | 1 hour |
Second | II | 200 | 100 all compulsory | 2 hour |
আবেদন করবেন কিভাবে?
ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ( wbcsc) নিজস্ব ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন করার আগে নিজের ছবি ও সই স্ক্যান করে রাখতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
Online application | 01.08.2024 |
Last date of application & payment | 31.08.24 |
Correction | 9 & 10 September 2024 |
Date of Examination | 15.12.2024 (Sunday) |
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Notification | Click here |
Official website | Click here |
সকল ছাত্র-ছাত্রীদের কাছে অনুরোধ, নোটিফিকেশন ভালো করে পড়ে যাচাই করে তারপর আবেদন করবেন।