R G Kar : সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নারকীয় হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির জন্য আন্দোলন করছেন। এই আন্দোলনে পিচপা হয়নি স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা ও। আজ কলকাতার রাজপথে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে মিছিল করতে দেখা গেল টিচার্স ফর আরজি কর (Teachers for R G Kar) নামে একটি শিক্ষক সংগঠনের।
আজ মিছিল শুরুর দু’ঘণ্টা আগে থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়। সেই প্রবল বৃষ্টি উপেক্ষা করে কলকাতা রাজপথে দোষীদের শাস্তি চেয়ে মিছিল করতে দেখা যায় শিক্ষকদের মূলত প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কলেজের শিক্ষকদের নিয়ে যৌথভাবে তৈরি এই সংগঠনের ।
সম্প্রতি শিক্ষকদের আচরণবিধি নিয়েও শিক্ষাদপ্তর একটি ফতোয়া জারি করেছে। যেখানে পরিষ্কার বলা হয়েছে স্কুল ক্যাম্পাসের বাইরে ছাত্র-ছাত্রীদের কোন প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। কেবলমাত্র শিক্ষা দপ্তরের কোন প্রোগ্রামে তারা অংশগ্রহণ করতে পারবে।
আজ ২৪ আগস্ট ২০২৪ শনিবার বিকেল চারটে মিছিলের জন্য জমায়েত হয় টিচার্স ফর আরজিকর (Teachers for R G Kar) সংগঠনের শিক্ষক শিক্ষিকারা জমায়েত হয় কলেজ স্কোয়ারে। কলেজ স্কোয়ারে তখন হাঁটু জল। এরপর কলেজ স্কোয়ার থেকে বিধান সরণির দিকে মিছিল শুরু হয়। বিধান সরণিতে কোমর পর্যন্ত জলের মধ্য দিয়ে এই মিছিল চলে। এরপর মিছিল ঘুরিয়ে এমজি রোড হয়ে মিত্র ইনস্টিটিউশন এপিসি রোড হয়ে মিছিল সোজা রাজাবাজার সায়েন্স কলেজের সামনে এসে পৌছায় এবং মোমবাতি প্রজ্জ্বলিত করার মাধ্যমে নির্যাতিতার দোষীদের শাস্তি চেয়ে মিছিল শেষ হয়।
সংগঠনের অন্যতম শিক্ষক অনিমেষ হালদার বলেন- “যতদিন না পর্যন্ত আরজিকর কাণ্ড দোষীদের শাস্তি হয় ততদিন পর্যন্ত শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। শিক্ষক-শিক্ষা কর্মীদের একটাই দাবি জাস্টিস ফর আরজিকর”