Unified Pension Seheme (UPS): সরকারী কর্মচারীদের জন্য দারুন খবর!

Unified Pension Seheme (UPS): সরকারি কর্মচারীদের জন্য দারুন খবর। সমস্ত সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার । এতদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যাশনাল পেনশন স্কিম (NPS) চালু ছিল। তবে আজ কিন্তু সরকারি কর্মচারীদের জন্য নতুন একটি পেনশন স্কিম চালু করা হয়েছে। এতে কি কি সুবিধা পাওয়া যাবে দেখে নেওয়া যাক;

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আগে ন্যাশনাল পেনশন স্কিম চালু (NPS) ছিল। যেটি ছিল সম্পূর্ণ শেয়ার মার্কেট ভিত্তিক। যার পুরোটাই শেয়ার মার্কেট এর উপর ছেড়ে দেওয়া হয়েছিল। শেয়ার মার্কেটের উঠানামার উপর অর্থাৎ শেয়ার বাজার ভালো থাকলে কর্মচারীরা লাভবান হবেন। যদি শেয়ার বাজার খারাপ থাকে তাহলে কর্মচারীদের কপাল ও খারাপ হবে। এক কথায় রিক্স পিরিয়ড বেশি ছিল এই পেনশন স্কিমে।

বর্তমানে কেন্দ্রীয় সরকার এবার তার কর্মচারীদের জন্য নতুন এক ধরনের পেনশন স্কিম নিয়ে এসেছে। যা হলো ইউনিফাইড পেনশন স্কিম (UPS) যেটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত লাভ দায়ক হবে বলে জানা যাচ্ছে। নতুন পেনশন স্কিমে কি কি সুবিধা রাখা হয়েছে? তা একবার দেখে নেওয়া যাক

UPS এর প্রধান বৈশিষ্ট্য:

  1. ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় একজন কর্মচারী তার চাকরিজীবনের শেষ বছরের গড়-মূল বেতনের 50 শতাংশ নিশ্চিত পেনশন পাবেন। যদি তার চাকরি কাল কমপক্ষে 25 বছর হয়।
  2. যদি চাকরি কাল 25 বছরের কম হয়, তাহলে আনুপাতিক হারে এই নিশ্চিত পেনশনের পরিমাণও নির্ধারিত হবে।
  3. নিশ্চিত পেনশনের পরিমাণ হবে সর্বনিম্ন 10 হাজার টাকা। তবে কমপক্ষে 10 বছর চাকরি করতে হবে।
  4. ফ্যামিলি পেনশনের ক্ষেত্রেও নিশ্চিত পেনশনের পরিমাণ নির্দিষ্ট হল শেষ মূল বেতনের 60 শতাংশ।
  5. 01.04.2025 থেকে এই নতুন পেনশন স্কিম চালু হবে। এই ইউনিফায়েড পেনশন স্কিমের মাধ্যমে প্রায় 23 লক্ষ সরকারি কর্মচারীরা সুবিধা পাবেন। যাদের এন পি এস (NPS) অর্থাৎ ন্যাশনাল পেনশন স্কিম রয়েছে। তারাও এই নতুন স্কিমের সুবিধা পাবেন।
  6. বর্তমানে যে সমস্ত সরকারি কর্মচারীরা 2004 সাল বা তারপরে চাকরিতে যুক্ত হয়েছেন এবং বর্তমানে এন পি এস (NPS) পেনশন স্কিমের আওতায় রয়েছেন। সেই সমস্ত কর্মচারীরা এনপিএস (NPS) বা ইউপিএস UPS) যেকোনো একটি পেনশন স্কিম বেছে নিতে পারেন । তবে এই দুটি পেনশন স্কিম এর মধ্যে যেটি সিলেক্ট করবেন। সেটি ফাইনাল হবে পরবর্তীকালে আর কোন পরিবর্তন করা যাবে না।
  7. UPS এর বৈশিষ্ট্য গুলি এন পি এস (NPS) এর বর্তমানে যারা অবসর গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
  8. বিগত এনপিএস (NPS) এর বকেয়া সুতসহ পরিশোধ করা হবে PPF হারে।
  9. সরকার ইউপিএস (UPS) পেনশন স্কিম বাস্তবায়নের জন্য সরকারি অনুদান বৃদ্ধি করেছে যা 14% থেকে বেড়ে 18.5 % হয়েছে।
  10. যদি রাজ্য সরকারি কর্মচারীরা এই পেনশন স্কিমের আওতায় আসেন তাহলে প্রায় ৯০ লাখ কর্মচারী এর সুবিধা পাবেন যারা বর্তমানে এম পি এস (NPS) এর আওতায় রয়েছেন।

বর্তমানে ইউপি এস এর (UPS) এই সুবিধা গুলি আলোচনা করা হয়েছে। পরবর্তীকালে এই পেনশন স্কীমের আইনি ও নিয়ামক নীতি প্রকাশিত হবে। তখন এই পেনশন নীতি সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাওয়া যাবে।

অফিসিয়াল নোটিফিকেশনClick here
অফিসিয়াল ওয়েবসাইটচেক করুন

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

Leave a Comment