বর্তমানে কি কি চাকরির ফরম ফিলাপ চলছে|Online application for jobs

বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে (Online application for jobs) কি কি চাকরির ফরম ফিলাপ চলছে? । তা নিয়ে বহু চাকরিপ্রার্থীর আগ্রহ রয়েছে। বর্তমানে দিন দিন বেকারত্বের সংখ্যা বাড়ছে। তাই যেকোনো সরকারি চাকরি পাওয়ার জন্য অধীর আগ্রহে রয়েছে বহু চাকরিপ্রার্থীরা। অনেক সময় গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন এলেও বিভিন্ন কারণে ফরম ফিলাপ করা হয় না। কিন্তু আমরা সেই সমস্ত চাকরির খবরগুলি দ্রুত আপনাদের জন্য আপলোড করব। চলুন দেখে নেওয়া যাক এই মাসে কোন কোন চাকরির আবেদন চলছে।

পদের নাম নিয়োগ সংস্থা যোগ্যতামান আবেদনের শেষ তারিখ ওয়েবসাইট
গেস্ট টিচারBBB , BirbhumPG/NET/SET/PhD10 daysবিস্তারিত
অ্যাক্ট অ্যাপেন্টিসPLW10th/12th/ITI12.11.24বিস্তারিত
অ্যাসিস্ট্যান্ট প্রফেসরDelhi universityPG/NET/PhD24.10.24বিস্তারিত
ট্রেনি এপেন্টিসIndian rail12th/ITI02.11.24বিস্তারিত
রিসার্চ অ্যাসিস্ট্যান্টKUPhD/PG20.10.24বিস্তারিত
পুলিশ কনস্টেবলITBPHS in Science24.11.24বিস্তারিত
গেস্ট টিচারM UPG/NET/SET/PhD20.11.24বিস্তারিত
DEO/SoftwareWB Cyber crime12th/Engineering18.10.24বিস্তারিত
ট্রেনি এপেন্টিসজুট কর্পোরেশন12th/ Engineering21.10.24www.jutecorp.in
গেস্ট টিচারBackward classBA/B.Edপরে ঘোষণাwb health office
অ্যাসিস্ট্যান্ট টিচারADHSATCBA/PG/B.Ed30.10.24me.coochbeharwb.in
লেকচারারশান্তিনিকেতন পলিটেকনিকPG/Civilপরে জানানো হবেInfo@santiniketanpolytechnic.org
Assistant TeacherTerai international schoolTGT/PGTপরে জানানো হবেPiyush.stews@gmail.com
কাউন্সিলর/ স্টাফ নার্স/DEOMSD Medical collegeB.sc/AMM/GNM29.10.24principal.msdmch@gmail.com
অ্যাপেন্টিসONGCপদ অনুযায়ী বিভিন্ন25.10.24www.ongc.apprentice.ongc.co.in
বর্তমানে যে যে চাকরির ফরম ফিলাপ চলছে

চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা বিভিন্ন পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now