পশ্চিমবঙ্গ পুলিশের (WB Police Recruitment 2024) সাইবার ক্রাইম বিভাগে বিভিন্ন পদের চাকরি,

পশ্চিমবঙ্গ পুলিশের (WB Police Recruitment 2024) সাইবার ক্রাইম বিভাগে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে কিভাবে আবেদন করবেন দেখে নেওয়া যাক;

পশ্চিমবঙ্গ পুলিশের আইবার ক্রাইম বিভাগে ডাটা এন্ট্রি অপারেটর, সফটওয়্যার সাপোর্ট পারসোনাল, সিস্টেম এডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি এন্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিনিয়র সফটওয়্যার ডেভলপার , পদে নিয়োগ হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, অনলাইন আবেদন, পরীক্ষা পদ্ধতি, আবেদন ফি, বয়স সীমা, বিস্তারিত দেখে নেওয়া যাক।

কলকাতার সাইন্স সিটিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ এখনই আবেদন করুন

বিজ্ঞপ্তি নম্বর: 01/WB-CCW/HA, তারিখ : 23.09.2024

পদের নাম শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, বেতন সম্পর্কে দেখে নিন।

  1. ডাটা এন্ট্রি অপারেটর:

যোগ্যতা:

চাকরিপ্রার্থীকে গ্রাজুয়েশন পাস করতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে।

শূন্যপদ:
11টি।

বেতন: 16000 টাকা।

  1. সফটওয়্যার সাপোর্ট পারসোনাল:

যোগ্যতা:

PGDCA/B.sc কম্পিউটার সায়েন্স/ BCA/ DOEACC “A” লেভেল কোর্স তিন বছরের, যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে।

শূন্যপদ: 25 টি।

বেতন: 21000 টাকা।

  1. সিস্টেম এডমিনিস্ট্রেটর:

যোগ্যতা:

B.Tech/B.E/MCA/ M.sc & OEM L2 Certificate on system/server Linux/ server windows

শূন্যপদ: 1 টি।

বেতন: 29000 টাকা।

  1. সফটওয়্যার ডেভেলপার:

যোগ্যতা:

1st Class in MCA or

1st class in M.Sc IT/ Computer science/or
1st class in B.Tech in IT/ কম্পিউটার সাইন্স স্কিল এন্ড ডেভেলপমেন্ট।

শূন্যপদ: 7 টি।

বেতন: 33000 টাকা।

  1. সিকিউরিটি এন্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর:

যোগ্যতা:
1st Class in MCA or
1st class in M.Sc IT/ Computer science/or
1st class in B.Tech in IT/ কম্পিউটার সাইন্স স্কিল এন্ড ডেভেলপমেন্ট।

শূন্যপদ: 08 টি।

বেতন: 37000 টাকা।

  1. সিনিয়র সফটওয়্যার ডেভলপার:

যোগ্যতা: 1st Class in MCA or
1st class in M.Sc IT/ Computer science/or
1st class in B.Tech in IT/ কম্পিউটার সাইন্স স্কিল এন্ড ডেভেলপমেন্ট।

শূন্যপদ: 2 টি।

বেতন: 40000 টাকা।

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 25.09.2024 থেকে।

অনলাইন আবেদনের শেষ তারিখ 18.10.24

গুরুত্বপূর্ণ লিংক:

WB Police Recruitment Notification

official website

চন্ডী পাঠকের কাছে অনুরোধ আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

2 thoughts on “পশ্চিমবঙ্গ পুলিশের (WB Police Recruitment 2024) সাইবার ক্রাইম বিভাগে বিভিন্ন পদের চাকরি,”

Leave a Comment