কানারা ব্যাঙ্ক 3 হাজার শূন্য পদে নিয়োগের (Canara bank recruitment 2024) জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কারা আবেদন করতে পারবেন বিস্তারিত দেখে নেওয়া যাক;
কানাডা ব্যাংক ভারতে অন্যতম ব্যাংক। এই ব্যাংকে 3000 গ্রাজুয়েট অ্যাপেন্টিস (Graduate Apprentice) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী গ্রাজুয়েট অ্যাপেন্ডিস পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। শূন্যপদ, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, পরীক্ষা ব্যবস্থা, সিলেবাস, অনলাইন আবেদন, নোটিফিকেশন, বিস্তারিত দেখে নেওয়া যাক।
চাকরির খবর: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় স্পেশালিস্ট ক্যাডারে রিক্রুটমেন্ট আবেদন করুন।
পদের নাম: গ্রাজুয়েট অ্যাপেন্ডিস (Graduate Apprentice)
নিয়োগ সংস্থা: কানাডা ব্যাঙ্ক (Canara bank)
মোট শূন্য পদ: 3000 টি।
আবেদন ফি:
কানাডা ব্যাংকে গ্রাজুয়েটে অ্যাপেন্টিস (Graduate Apprentice) পদে নিয়োগের জন্য কত ফি জমা করতে হবে তা 21.09.2024 তারিখে জানা যাবে। ওয়েবসাইটে আপডেট হলে সঙ্গে সঙ্গে এখানে দিয়ে দেব।
বয়স সীমা:
কানাডা ব্যাংকে গ্রাজুয়েট অ্যাপেন্টিস (Graduate Apprentice) নিয়োগের জন্য বয়স সীমা থাকতে হবে।
নূন্যতম বয়স: 20 বছর।
সর্বোচ্চ বয়স সীমা: 28 বছর।
শিক্ষাগত যোগ্যতা:
কানাডা ব্যাংকে গ্রাজুয়েট অ্যাপেন্টিস (Graduate Apprentice) নিয়োগের জন্য যে শিক্ষাগত মান রাখা হয়েছে তা জানা যাবে আগামী 21.09.2024 তারিখে। ব্যাংকে ওয়েবসাইটে আপডেট হলে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখ:
অনলাইন আবেদন ও ফি পেমেন্ট শুরু হবে। 21.09.2024 থেকে।
অনলাইন আবেদন এবং ফি পেমেন্টের শেষ তারিখ 04.10.2024
শূন্য পদের বিবরণ:
পদের নাম | মোট শূন্যপদ |
গ্রাজুয়েট অ্যাপেন্টিস | 3000 |
গুরুত্বপূর্ণ লিংক:
Apply online | Available. 21.09.24 থেকে |
Notification | Available 21.09.24 থেকে |
Short Notification | Click here |
office website | Click here |
চাকরিপ্রার্থীদের কাছে অনুরোধ আপনারা কানাডা ব্যাংকের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নিশ্চিত হয়ে তবেই আবেদন করবেন।