889টি প্রধান শিক্ষক পদে নিয়োগের (WB Headmaster Recruitment 2024) বিজ্ঞপ্তি জারি করেছে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিভাবে আবেদন করবেন দেখে নিন।
দীর্ঘ অপেক্ষার পর প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ (WB Headmaster Recruitment 2024) হতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিম্নলিখিত যোগ্যতা অনুযায়ী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, শূন্যপদ, আবেদন প্রক্রিয়া, নোটিফিকেশন সমস্ত কিছু দেখে নেওয়া যাক।
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের জন্য উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি নোটিফিকেশন জারি করেছে যার মেমো নম্বর 1511 ও তারিখ 18.09.24. উত্তর দিনাজপুর জেলার সমস্ত প্রাইমারি স্কুল ও জুনিয়ার বেসিক স্কুলের জন্য হেড টিচার নিয়োগ করা হবে ইন সার্ভিস প্রাইমারি টিচারদের মধ্যে থেকে।
বিশ্বভারতীতে ইন্টারভিউ এর মাধ্যমে চাকরি এখনই আবেদন করুন
আগ্রহী চাকরিপ্রার্থীরা তাদের সমস্ত ডকুমেন্ট স্ব প্রত্যায়িত নকল করে আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিয়ে সাব ইন্সপেক্টর অফ স্কুল উত্তর দিনাজপুর অফিসে জমা করতে হবে । আগামী 25.09.2024 এরমধ্যে। আবেদনপত্র জমা নেওয়া হবে সকাল 11 টা থেকে বিকাল 3 টা পর্যন্ত।
আবেদনের সঙ্গে যে সমস্ত ডকুমেন্ট জমা করতে হবে তা হল একাডেমিক কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন, A ক্যাটেগরি অ্যাপ্রভাল, সার্ভিস কনফার্মেশন, জয়েনিং রিপোর্ট।
পদের নাম : হেড টিচার
শূন্য পদ: 889 টি।
শিক্ষাগত যোগ্যতা:
- যে সমস্ত শিক্ষক 03.09.2001 একের আগে একাডেমিক কোয়ালিফিকেশন যেমন মাধ্যমিক পাস বা সমতুল্য ডিগ্রি সঙ্গে জুনিয়র বেসিক ট্রেনিং (JBT)/ প্রাইমারি টিচার্স ট্রেনিং (PTT) নিয়ে জয়েন করেছেন।
- যে সমস্ত শিক্ষক 03.09.2001 এরপরে এবং 31.12.2005 আগে জয়েন করেছেন মাধ্যমিক অথবা সমতুল্য ডিগ্রী নিয়ে 1/2 দু বছরের ডিএলএড ট্রেনিং বা পিটিটি ট্রেনিং।
- যে সমস্ত শিক্ষকরা 31.12.2005 পর জয়েন করেছেন একাডেমিক কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য সঙ্গে ৫০ শতাংশ নম্বর সংরক্ষিত ক্যাটাগরি হলে ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রাজুয়েশন সঙ্গে দুবছরের ডি এল এড কোর্স অথবা বিএড।
- যে সমস্ত শিক্ষকরা ডিএড (স্পেশাল education) বিএড (স্পেশাল এডুকেশন) অথবা ছয় মাসের স্পেশাল কোর্স করা থাকলেও হবে।
- সংরক্ষিত চাকরি প্রার্থীরা সব ক্ষেত্রে ৫% ছাড় পাবেন।
- শিক্ষকদের সিনিয়রিটি নির্ণয় করা হবে শিক্ষকের প্রথম জয়েনিং অনুসারে। যদি দুইজন শিক্ষকের ডেট অফ জয়েনিং এক হয়ে যায় তাহলে জন্ম তারিখ দেখা হবে।
- শর্ট লিস্ট তৈরি করা হবে 1:2 অনুপাতে।
প্রাথমিক শিক্ষক নিয়োগের উত্তর দিনাজপুর জেলার নোটিফিকেশন শূন্যপদ আবেদনপত্র সমস্ত কিছু আপলোড করা হবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন।
Notification, application, Vacancy: Click Here