Assistant Professor: 282 সহকারী অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি!

Assistant Professor: কলহন ইউনিভার্সিটি (Kalhan University) 282 শূন্য পদে সহকারী অধ্যাপক নিয়োগ করতে চলেছে। আগ্রহী চাকরিপ্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে। অনলাইন আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা কি অন্যান্য বিষয়গুলি দেখে নেওয়া যাক।

Kalhan University তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (assistant Professor) নিয়োগের জন্য ইউজিসি নিয়ম অনুযায়ী সমস্ত প্রক্রিয়া চলবে। অনলাইন আবেদন, শূন্যপদ, নিয়োগ প্রক্রিয়া বিস্তারিত দেখে নেওয়া যাক

পদের নাম: Assistant Professor (সহকারী অধ্যাপক)

শূন্যপদ: 282 টি।

University: kalhan University ( assistant Professor online)

আবেদন ফি:

General/EWS/OBC : 1000 টাকা।

SC/ST/PH: 500 টাকা।

পেমেন্ট মোড: অনলাইন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ও নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

যোগ্যতামান:

  1. চাকরিপ্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট (PG) ডিগ্রী থাকতে হবে।
  2. পিএইচডি (PhD) ডিগ্রি থাকতে হবে সঙ্গে নেট (NET) ও জেট (JET) পার হতে হবে।

শূন্যপদের বিবরণ:

পদের নামমোট শূন্যপদ
Assistant Professor282

গুরুত্বপূর্ণ তারিখ:

অনলাইন আবেদন শুরু হবে 20.08.24 থেকে।

অনলাইন আবেদনের শেষ তারিখ ও পেমেন্ট জমা দেওয়ার শেষ তারিখ: 09.09.24

হার্ড কপি রেজিস্টার এর কাছে পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে: 20.09.24

ইন্টারভিউ এর তারিখ: পরে জানানো হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Online application20.09.24 থেকে শুরু হবে।
NotificationClick here
official websiteClick here

Welcome to MS Bangla News, আমি Mrinal Shikari, গত ১০ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করছি। বন্ধুরা, MS Bangla News পোর্টালের মাধ্যমে প্রতিদিন শিক্ষা, চাকরি, কোর্স, ক্যারিয়ার ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত নির্ভুল ও সঠিক খবর পরিবেশন করা হয়। সর্বদা সঠিক ও নির্ভুল খবর পেতে আমাদেরকে ফলো করুন। You can contact us at email: shikarimallika90@gmail.com

                                                                                           

Leave a Comment

WhatsApp channel Join Now