West Bengal Employees Service Rules : পশ্চিমবঙ্গ সরকার তার কর্মচারীদের বনধ বা স্ট্রাইক এর দিনগুলিতে জরুরী ভিত্তিতে অর্ডার জারি করে অফিস বা স্কুলে বা অন্যান্য দপ্তরে আসার জন্য বাধ্য করে। সেই অর্ডার গুলিতে প্রায়শই দেখা যায় লেখা থাকে বেতন কাটা যাবে এবং ডাইস নন ( Dies non) হবে। এই ডাইস নন (Dies Non) কি? এই ডাইস নন (Dies Non) মানে কি ব্রেকআপ সার্ভিস ? (Break of service)। এ নিয়ে সহকারী শিক্ষক শুভ তোজো মান্না স্যার কি জানাচ্ছেন।
প্রথমে আমরা দেখে নেব , আজকের বিজ্ঞপ্তিতে নবান্ন কি নির্দেশ দিয়েছে। তারপর Dies Non নিয়ে বিস্তারিত জেনে নেব।
16th August, 2024 (শুক্রবার) political party (Memo No. 3640-F(P2), Dated-15.08.2024)
এর বনধ (Bandh) এর ক্ষেত্রে West Bengal এর grant-in-aid সহ সমস্ত educational institutions ও রাজ্য সরকারী অফিস খোলা থাকবে এবং ঐদিন সমস্ত কর্মচারীদের উপস্থিত থাকতে হবে।
ঐদিন first half বা second half বা পুরো দিনে অনুপস্থিতির জন্য কোনো casual Leave বা ঐ তারিখে কোনও কর্মচারীর অন্য কোনও ছুটি grant করা হবে না।
যেসব employee 14th August, 2024 থেকে Leave এ আছেন ওনাদের 16th August, 2024 তারিখ report করতে হবে।
16th August, 2024 তারিখ কোনো কর্মচারীর অনুপস্থিতিকে ‘dies-non’ হিসাবে treat করা হবে ও ঐদিনের salary পাওয়া যাবে না!
কারা এই নিয়ম থেকে অব্যহতি পাবেন?
কিছু কিছু এই নিয়ম শিথিল করা হয়ছে।
এই অনুপস্থিতি নিম্নলিখিত কারণগুলির জন্য হলে উক্ত নিয়ম applicable হবে না-
a) ঐ কর্মচারী হাসপাতালে ভর্তি থাকলে।
b) কোনো আত্মীয়ের মৃত্যু হলে।
c) গুরুতর অসুস্থতা যে কারনে 14th August, 2024 এর পূর্বে ওনার ছুটি granted হয়েছে।
d) 14th August, 2024 -এর পূর্বে যেসব কর্মচারী CCL, Maternity Leave, Medical leave ও Earned leave এ আছেন।
বনধের দিন অনুপস্থিত থাকলে কি হবে?
কোন কর্মচারী বনধের দিন উপস্থিত না হলে কি কি পদক্ষেপ করা হতে পারে ।
concerned Office এর HOI/controlling authority সংশ্লিষ্ট কর্মচারীদেরকে showcause নোটিশ জারি করবে যারা 16th August, 2024 (শুক্রবার) অনুপস্থিত থাকবে এবং কেন তিনি absence ছিলেন তা ব্যাখ্যা করতে বলবে। satisfactory reply পাওয়ার পরে ও ঐ ground এ উপযুক্ত evidence produce করার পর ঐ ছুটি মঞ্জুর করা যেতে পারে।
কাদের ক্ষেত্রে Dies Non হবে?
যেক্ষেত্রে অনুপস্থিতির জন্য উপযুক্ত evidence produce হবে না ও ছুটি grant করা হয় নি, সেখানে এটি ‘Dies-non’ হিসাবে বিবেচিত হবে অর্থাৎ ঐ একটি দিন আপনার চাকুরী জীবন থেকে বাদ দেওয়া হবে ও কেবলমাত্র ঐ একদিনের salary পাবেন না, তবে ‘Dies-non’ মানে যে break of service নয়।
What is dies non?
dies non- means a day, which cannot be treated as duty for any purpose. It does not constitute break in service. But the period treated as ‘dies non’ does not qualify as service for pensionary benefits or increment.
Dies non এর নিয়মে কি রয়েছে?
DIES-NON:- WBSR Pt-1 এর রুল ৩৪ এ উল্লেখ আছে। DIES-NON এর অর্থ যে দিনের জন্য DIES-NON করা হয় সেই দিনটা মোট চাকরী কালের মেয়াদ থেকে বাদ যাওয়া।
DIES-NON এর দিনের পূর্বের চাকুরী কাল বাদ যাওয়া নয়। ২০১২ সালে ধর্মঘটের সময় অর্থ দপ্তর থেকে জারী করা আদেশনামায় উল্লেখ ছিল Past service will not be effected
উদাহরণ হিসাবে বলা যায়;
একজন কর্মচারী মোট ৩০ বছর ৭ মাস ১৮ দিন চাকুরী করবেন। এই ক্ষেত্রে একদিনের DIES NON র জন্য তাঁর চাকরী কালের মেয়াদ হবে মোট ৩০ বছর ৭ মাস ১৭ দিন।
West Bengal Services (Duties, Rights and Obligations of Government Employees) Rules—1980 অনুযায়ী কর্মচারীদের ধর্মঘটের অধিকার স্বীকার করা হয়েছে।
(every Govt. employee shall have full trade union rights including the right to strike)
তাই ধর্মঘটের দিনের বেতন কাটা ছাড়া অন্য কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
Dies Non হলে চাকরি ক্ষেত্রে কি কি অসুবিধা হয়?
DIES-NON- র জন্য সিনিওরিটি, পদোন্নতি, বার্ষিক ইনক্রিমেন্ট, অবসর কালীন সুযোগ সুবিধা যথা earned leave, gratuity, pension, পেনশন বিক্রি ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবেনা।
শুধুমাত্র CAS`01 বা Promotion with Restrospective effect পাওয়ার ক্ষেত্রে পাওনা দিন থেকে একদিন পিছিয়ে যাবে।
ধরে নিলাম- কোনো কর্মচারী ১৮/১০/২০১৫ তারিখে Promotion with Retrospective effect পেয়েছেন বা ঐ দিনে চাকরী কালের মেয়াদ ৮ বছর ১৬ বছর বা ২৫ বছর পূর্ণ করবেন তিনি ঐ সুযোগ ১৯/১০/২০১৫ তারিখ থেকে পাবেন।
শোকজ করে কি চাকরির পদোন্নতি আটকানো যায়?
West Bengal Services (Duties, Rights and Obligations of Government Employees) Rules—1980 আইন পরিবর্তন না করে সরকারী কর্মচারীদের ধর্মঘট বে-আইনি করা যায় না।
আবার ধর্মঘট করার কারনে বেতন কেটে বা শো-কজ করে পদোন্নতি আটকে রাখা যায়না)।
শোকজ নোটিশের জবাব না দিলে কি শাস্তি হতে পারে?
যারা show-cause নোটিশের জবাব দেবে না তাদের against এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এই notification এর পরিপ্রেক্ষিতে সমস্ত step 30th August, 2024 এর মধ্যে complete করতে হবে এবং কি step নেওয়া হয়েছে সেই report finance department এ পাঠাতে হবে।
গুরুত্বপূর্ণ অর্ডার:
Dirs Non ও অন্যান্য অর্ডার pdf Click here
সমস্ত তথ্য ও সহায়তা;
শুভ তোজো মান্না
সহকারী শিক্ষক