MS Bangla News: পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল গুলিতে শিক্ষক নিয়োগ (WB Teacher Recruitment)হতে চলেছে প্রাথমিক (Primary school) ও উচ্চ প্রাথমিক (Upper Primary school) স্কুলগুলির জন্য এই নিয়োগ হবে। কারা আবেদন করতে পারবেন? কি কি যোগ্যতা থাকতে হবে? সমস্ত কিছু দেখে নেওয়া যায়।
পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিভিন্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে গেস্ট টিচার নিয়োগ (Guest Teacher Recruitment) করা হবে। এ নিয়ে দক্ষিণ 24 পরগনা ডিআই অফিস থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে ।যার নোটিফিকেশন নম্বর 587/Gen , তারিখ: 06.08.24.
যে সমস্ত গেস্ট টিচার নিয়োগ (Guest Teacher Recruitment) করা হবে। তারা অবশ্যই অবসর প্রাপ্ত শিক্ষক হতে হবে।
বয়সসীমা:
60 বছরের বেশি কিন্ত 64 বছরের মধ্যেই। 01.01.2024 অনুযায়ী।
আবেদন প্রক্রিয়া:
যারা আবেদন করতে চান, তারা Annuxre 1 ফর্ম ফিলাপ করে সাব ইন্সপেক্টর অফ স্কুল এর দপ্তরে জমা দিতে হবে, সাবজেক্ট অনুযায়ী গ্রুপ অনুযায়ী।
নিয়োগের সময়কাল:
ছয় মাসের জন্য নিয়োগ করা হবে। তবে যতদিন না এসএসসি (wbssc Recruitment) থেকে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, ততদিন চাকরি করতে পারবেন। সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরি করা যাবে। তবে প্রতি ছয় মাস অন্তর অন্তর সার্ভিস রিটেন করা হবে।
বেতন:
5000 টাকা গ্রাজুয়েট টিচারদের জন্য।
7000 টাকা পোস্ট গ্রাজুয়েট টিচার দের জন্য।
যোগ্যতা: শিক্ষকদের ফিজিক্যালিও মেন্টালি ফিট থাকতে হবে।
সপ্তাহে ছয় দিন ক্লাস করতে হবে।
নরমাল শিক্ষকদের মত খাতা দেখা, স্কুটিনি প্রভৃতি দায়িত্ব পালন করতে হবে।
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কোন কোন সারকেলে কোন কোন স্কুলে শূন্য পদ রয়েছে। তা বিস্তারিত জানার জন্য নিচের দেওয়া লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন।
Notification PDF Click here