Ind vs SL: দীর্ঘ ২৭ বছর পর শ্রীলংকা বিরুদ্ধে ভারত (india vs Srilanka) একদিনের ক্রিকেটে সিরিজ হারলো। এর আগে শেষ হেরেছিল ১৯৯৭ সালে।
গতকাল প্রেমাদাশা স্টেডিয়ামে একদিনের ক্রিকেট সিরিজের শেষতম ম্যাচ ছিল। সেই ম্যাচে ভারত ১১০ রানে পরাজিত হয়েছে। ফলে সিরিজের ফলাফল গিয়ে দাঁড়ালো 2 – 0 তে।
ভারত বনাম শ্রীলংকার (India vs Srilanka) মধ্যে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সিরিজে শোচনীয় পরাজয় স্বীকার করলো ভারত। এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে শ্রীলংকা। নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 248 রান তোলে শ্রীলংকা। প্রথুম নিসংকা 65 বলে 45 রান করে অক্ষর প্যাটেল এর বলে আউট হন । সর্বাধিক ব্যক্তিগত রান করেন আবিষ্কা ফার্নান্ডো । তিনি 102 বলে 96 রান করে রিয়ান পরাগের বলে আউট হন। এছাড়া কুশল মেন্ডিস 82 বলেই 59 রান করেন।
ভারতের পক্ষে রিয়ান পরাগ 9 ওভার বল করে 54 রান দিয়ে 3টি উইকেট দখল করেছেন। অন্যদিকে মোঃ সিরাজ অক্ষর প্যাটেল ,ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, 1 টি করে উইকেট পান।
249 রানের জবাবে ভারত ব্যাট করতে নেমে রোহিত (Rohit Sharma) শর্মা ভালো শুরু করলেও শেষ রক্ষা করতে পারেননি। 20 বলে 35 রান করে দুনিত ওয়ালালাগের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। শুভমন গিল আবারো ব্যর্থ হন। বিরাট কোহলি 18 বলে 20 রান করে আবারো আউট হন তিনি। এই সিরিজে তিন তিনবার এই রানের মধ্যে আউট হয়েছেন বিরাট কোহলি।
দুনিত ওয়ালালাগে মাত্র পাঁচ ওভার 1 বল করে 27 রান দিয়ে পাঁচটি উইকেট দখল করেছে। যা ভারতের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ায় । অন্যদিকে মাহেশ দিকসিনা ও ভেন্ডারশী দুটি করে উইকেট দখল করেন। ভারত 26.1 বল খেলে মাত্র 138 রান সংগ্রহ করতে সমর্থ হয়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতলেও একদিনের সিরিজে লজ্জার হার আবারো প্রশ্নের মুখে তুলেছে। ভারত বনাম শ্রীলংকার (India vs Srilanka ) মধ্যে একদিনের ক্রিকেটের তৃতীয় ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ (Man of the match) হয়েছেন আবিষ্কা ফার্নান্ডো। (ম্যান অব দ্যা সিরিজ Man of the series) হয়েছেন দুনিত ওয়ালালাগে।
একদিনের ক্রিকেট সিরিজ জেতা নিয়ে শ্রীলংকার অধিনায়ক চরিত আসালঙ্কা (Charit Asalanka) বলেছেন – “এই মুহূর্তে আমি খুব খুশি। সিরিজের সমস্ত ম্যাচে আমাদের প্লেয়াররা ভালো খেলেছে । আমরা জানি ভারতের স্ট্রং পয়েন্ট ব্যাটিং লাইন আপ এবং আমাদের স্টং পয়েন্ট হলো স্পিন বোলিং। আমরা আমাদের স্ট্রং পয়েন্ট কে কাজে লাগিয়েছি। আমাদের প্রধান কোচ সনদ জয়সুরিয়া খুব একটি। ভ প্লেয়াররা তার অধীনে ভালো পরিবেশে রয়েছে।
ভারত বনাম শ্রীলংকার (ind vs sl) মধ্যে একদিনের সিরিজে হারের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছেন – “আমি মনে করি না এটা স্পিন প্রবলেম ছিল, আমাদের ব্যাটিং ভালো হয়নি। শ্রীলংকা সমস্ত সিরিজে ভালো খেলেছে। আমাদের কিছু কিছু বিষয়ে গভীরভাবে কাজ করতে হবে । যাতে পরবর্তীতে এরকম সিচুয়েশন আসলে তার মোকাবিলা করতে পারি। আমি আশা করি আমরা আবার ভালোমতো ব্যাক করতে পারব”।
ভারত বনাম শ্রীলংকার ( ind vs Sl) মধ্যে বিগত কতগুলি একদিনের ক্রিকেট সিরিজের ফলাফল দেখে নেওয়া যাক
- 1990-91: India tour of Srilanka ভারত বনাম শ্রীলংকা
ফলাফল: শ্রীলংকা সিরিজ জিতেছিল 4-1
- 1994: India tour of Srilanka
ভারত বনাম শ্রীলংকা
ফলাফল: শ্রীলংকা জিতেছিল পাঁচটি ম্যাচের মধ্যে 3-2 .
- 1997: Co cola champions Trophy Dhaka
ফলাফল: শ্রীলঙ্কা এই ট্রফিটি জিতেছিল। এটা ছিল ত্রিপাক্ষিক সিরিজ। শ্রীলঙ্কা পাকিস্তান ও ইন্ডিয়া।
- 1998: India hosted Srilanka
ফলাফল: পাঁচ ম্যাচের সিরিজে ভারত ৩- ২ জিতেছিল।
- 2000: India tour of Srilanka
ফলাফল: তিনটি ম্যাচের সিরিজে ভারত 2 -1 এ জিতেছিল।
- 2005 : India tour of Srilanka
ফলাফল: ভারত জিতেছিল 3 -0 ব্যবধানে।
- 2008: India hosted Srilanka
ফলাফল : ভারত জিতেছিল সিরিজ 4 -1 ব্যবধানে।
- 2012: India hosted Srilanka
ফলাফল: ভারত পাঁচ ম্যাচের সিরিজে 3-1 ব্যবধানে জিতেছিল।
- 2014: India tour of Srilanka
ফলাফল: পাঁচ ম্যাচের সিরিজে ভারত 5-0 ব্যবধানে জিতেছিল।
- 2017: India hosted Srilanka
ফলাফল: পাঁচ ম্যাচের সিরিজে ভারত 5-0 ব্যবধানে জিতেছিল।
- 2021: India tour of Srilanka
ফলাফল : তিন ম্যাচে সিরিজে ভারত 2-1 ব্যবধানে জিতেছিল।
- 2024: India tour of Srilanka
ফলাফল: তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা 2-0 ব্যবধানে জিতেছে।
দেখা যাচ্ছে যে ভারত শ্রীলংকার বিরুদ্ধে বেশিরভাগ ম্যাচ শক্তিশালী ভাবে পরাজিত করেছে। কিন্ত 2024 সালে ভারত শোচনীয় ভাবে হেরেছে।
All news sources: ICC